X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মরিনহো বরখাস্ত

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:০৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৮

জোসে মরিনহো ম্যানচেস্টার ইউনাইটেড বরখাস্ত করেছে হোসে মরিনহোকে। আড়াই বছর ক্লাবটির কোচের দায়িত্ব পালন করে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে হলো তাকে বরখাস্ত হয়ে। মঙ্গলবার এক বিবৃতিতে ইংলিশ ক্লাবটি নিশ্চিত করেছে খবরটি।

চলতি মৌসুমে খুব বাজে সময় যাচ্ছে ম্যানইউয়ের। শিরোপা দৌড়ে থাকা তো দূরের কথা, চ্যাম্পিয়নস লিগের জায়গা থেকেও পিছিয়ে আছে অনেকটা। এই অবস্থায় মরিনহোর ওপর আর আস্থা রাখতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। বিশেষ করে, চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলে হারের পর পর্তুগিজ কোচের চাকরি নড়বড়ে হয়ে গিয়েছিল অনেকটাই। শেষ পর্যন্ত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ‘রেড ডেভিলস’ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে তাকে বরখাস্ত করার খবর।

ম্যানইউয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ঘোষণা করছে, কোচ জোসে মরিনহো ক্লাব ছেড়ে যাচ্ছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে কাটানো সময়ে তার কাজের জন্য ক্লাব ধন্যবাদ জানাচ্ছে মরিনহোকে। একই সঙ্গে তার সুন্দর ভবিষ্যৎ কামনা করছে।’

আপাতত মরিনহোর উত্তরসূরি ঠিক করছে না ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটি। অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে কাজ চালিয়ে মৌসুম শেষে স্থায়ী কোচ নিয়োগ দেবে তারা। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘চলতি মৌসুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্লাব সবদিক বিচার-বিশ্লেষণ করে স্থায়ী কোচ নিয়োগের প্রক্রিয়ায় কাজ করবে।’

২০১৬ সালে কোচের দায়িত্ব নিয়ে মরিনহো ম্যানইউকে লিগ কাপের সঙ্গে জিতিয়েছেন ইউরোপা লিগের শিরোপা। কিন্তু এবারের মৌসুমে তাকে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। রবিবার প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে হারের পর শীর্ষে থাকা অলরেডদের সঙ্গে ম্যানইউয়ের পার্থক্য ১৯ পয়েন্টের। চতুর্থ স্থান থেকে তাদের ব্যবধান ১১ পয়েন্টের। সবচেয়ে বড় বিষয় হলো, শীর্ষস্থানের চেয়ে রেলিগেশনের দূরত্বই কম!

এই অবস্থায় মরিনহোর ওপর আর আস্থা রাখতে পারলো না ম্যানইউ। মৌসুমের মাঝপথেই তাই বেজে গেল তার বিদায়ঘণ্টা। গোল ডটকম, বিবিসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?