X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

লা লিগায় মেসির আরেকটি কীর্তি

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ০১:৫১আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৬:৪৫

মাইলফলক ছোঁয়া গোলের পর মেসির উদযাপন এইবারের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে রবিবার জোড়া গোলের সঙ্গে অন্যটি বানিয়ে দিয়েছেন লুইস সুয়ারেস। কিন্তু এক গোল করেই শিরোনাম হলেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় ৪০০তম গোল করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

লা লিগায় টানা ষষ্ঠ জয়ে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল বার্সেলোনা। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের (৩৮) সঙ্গে আবারও ৫ পয়েন্টের ব্যবধান বাড়াল এরনেস্তো ভালভারদের দল।

প্রথমার্ধে লক্ষ্যে নেওয়া একমাত্র শটে গোল করেন সুয়ারেস। ১৯ মিনিটে ফিলিপে কৌতিনিয়োর সঙ্গে বল বিনিময়ে এইবারের রক্ষণ ভেদ করে বক্সে ঢোকেন তিনি। তারপর ব্রাজিলিয়ান তারকার পাস থেকে ১-০ গোলে স্বাগতিকদের এগিয়ে দেন উরুগুয়ান স্ট্রাইকার। এইবারের বিপক্ষে এনিয়ে টানা ষষ্ঠ ম্যাচে লক্ষ্যভেদ করেন সুয়ারেস।

পিছিয়ে গেলেও অতিথি দলটি সমতা ফেরানোর সম্ভাবনা তৈরি করেছিল ২৬ মিনিটে। রুবেন পেনার ক্রসে লক্ষ্যে হেড করেছিলেন এনরিক, কিন্তু তার শট মার্ক আন্দ্রে টের স্টেগেনের কঠিন পরীক্ষা নিতে পারেনি। বল গোলপোস্টের পাশ দিয়ে মাঠের বাইরে জায়গা করে নেয়।

বিরতির কিছুক্ষণ আগে কৌতিনিয়ো এইবারের বক্সে পড়ে গেলে পেনাল্টির দাবি করে বার্সা। রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্টের সাহায্য নিয়ে সেটা বাতিল করে দেন।

প্রথমার্ধে ঢিলেঢালা পারফর্ম করলেও বার্সা ঘুরে দাঁড়ায় বিরতির পর। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সুয়ারেসের পাস থেকে বেশ জায়গা করে নিয়ে গোল করেন মেসি। তাতে ৪৩৫তম লিগ ম্যাচে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। অ্যাইবারের বিপক্ষে এটি ছিল আর্জেন্টাইন ফরোয়ার্ডের ১৩তম গোল, এই প্রতিপক্ষের জালে শীর্ষ গোলদাতা এখন তিনি।

ব্যবধান দ্বিগুণ করার কিছুক্ষণ পর তৃতীয় গোলের দেখা পায় বার্সা। ৫৯ মিনিটে কৌতিনিয়োর সঙ্গে ওয়ান টু পাসে এই মৌসুমে ১২তম লিগ গোল করেন সুয়ারেস। তিন গোলেই অবদান রাখলেও উরুগুয়ান স্ট্রাইকারকে ছাপিয়ে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে মেসির ইতিহাস গড়ার কারণে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা