X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিজিএমইএ কাপ চ্যাম্পিয়ন ইপিলিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৯, ২১:৩১আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১০:৩২

চ্যাম্পিয়ন দল ইপিলিয়ন গ্রুপ শেষ হলো বিজিএমইএ কাপ ফুটবলের চতুর্থ আসর। শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে লায়লা গ্রুপের বান্ডো ডিজাইন লিমিটেডকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ইপিলিয়ন গ্রুপ। খেলাটি চ্যানেল নাইন-এ সরাসরি সম্প্রচার করা হয়।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে পেনাল্টি শুটআউটে ম্যাচের বিজয়ী চূড়ান্ত করা হয়। ফাইনালের ম্যাচসেরা হন এপিলিয়ন গ্রুপের বাপ্পী। চ্যাম্পিয়ন দলের রাজু টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন বান্ডোর মৃদুল।


বিজিএমইএ কাপে তৃতীয় স্থান দখল করেছে গতবারে চ্যাম্পিয়ন কমফিট কম্পোজিট নিট, চতুর্থ স্থানে রয়েছে টর্ক ফ্যাশন। এছাড়া প্লেট চ্যাম্পিয়ন দল ভার্সেটাইল অ্যাপারেল। প্লেট রানার-আপ লায়লা স্টাইলস। এস্পায়ার গার্মেন্টস বোল চ্যাম্পিয়ন। বোল রানার-আপ মাস্ক গ্রুপ। এদিকে তুসুকার গ্রুপকে ফেয়ার প্লে হিসেবে নির্বাচিত করা হয়েছে।

টুর্নামেন্টে প্লেয়ার অব দ্য ফাইনাল হয়েছে ইপিলিয়নের বাপ্পি। এছাড়া বেস্ট গোলকিপার রাজু (ইপিলিয়ন), বেস্ট ডিফেন্ডার দুলাল (ইপিলিয়ন), বেস্ট মিডফিল্ডার রিঙ্কু (ইপিলিয়ন), টপ স্কোরার আলী (ভার্সেটাইল অ্যাপারেল) এবং মোস্ট ভেলুয়াবেল প্লেয়ার নির্বাচিত হয়েছে বান্ডোর মৃদুল।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বিইউএফটি এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোজাফ্ফর উদ্দিন সিদ্দিক ও অন্য সদস্যরা।

এবারের টুর্নামেন্টের প্লাটিনাম স্পন্সর বিউএফটি, লায়লা গ্রুপ ও সেইলর বাই এপিলিয়ন। জুকি, শাহজালাল ব্যাংক, ঢাকা ব্যাংক ও ইসলামী ব্যাংক গোল্ডেন স্পন্সর। ভেন্যু পার্টনার ইন্টারন্যাশনাল হোপ স্কুল, ফিটনেস পার্টনার মুভমেন্ট সলিউশান, ইভেন্ট পার্টনার লিও এন্টারটেইনমেন্ট স্পোর্টস ম্যানেজমেন্ট।

টুর্নামেন্টের গিফট পার্টনার সিবিএল এবং ইন্টারনেট পার্টনার রেস ইন্টারনেট।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!