X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বার্সার প্রস্তাব ফিরিয়েই রিয়ালে ভিনিসিয়াস

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০১৯, ২০:৩৩আপডেট : ২০ মার্চ ২০১৯, ২০:৩৭

ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ না বার্সেলোনা! দুটি ক্লাবের দরজাই খোলা ছিল ভিনিসিয়াস জুনিয়রের জন্য। বেশি অর্থের প্রস্তাব দিয়েছিল কাতালান ক্লাব। কিন্তু অর্থের পেছনে ছোটেননি, ‘সেরা প্রকল্প’ মনে করে মাদ্রিদ ক্লাবকে বেছে নিয়েছেন দাবি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

২০১৭ সালের মে মাসে রিয়াল চুক্তি করে ফ্ল্যামেঙ্গোর ভিনিসিয়াসের সঙ্গে। বয়স ১৮ হলে গত বছরের জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে সান্তিয়াগো বার্নাব্যুতে চলে আসেন ব্রাজিলিয়ান তরুণ। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাতেও যাওয়ার সুযোগ ছিল জানালেন তিনি।

ভিনিসিয়াস জানান, বার্সা অনেক বেশি অর্থের প্রস্তাব দিয়েছিল তাকে। কিন্তু রিয়ালেই যাওয়া সবচেয়ে ভালো হবে বুঝতে পেরে তাদের না করে দেন। ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান বলেছেন, ‘বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আগে আর কোনও ক্লাবের আগ্রহ নিয়ে বাবা আমাকে বলেনি। তারপর আমরা দুই ক্লাবে গেলাম। দুটি ক্লাবকেই পছন্দ হয়েছিল।’

দুটি ক্লাবের মধ্যে কেন মাদ্রিদ ক্লাবকে বেছে নিলেন, সেই উত্তর নিজেই দিলেন ভিনিসিয়াস, ‘বার্সা বেশি অর্থ দিতে চেয়েছিল। কিন্তু আমরা চেয়েছিলাম সেরা প্রকল্প এবং মার্সেলো ও কাসেমিরো আমার সঙ্গে কথা বলে আমাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে।’

রিয়ালে বেশ ভালোভাবে নিজের জায়গা তৈরি করেছেন ভিনিসিয়াস। শুরুর একাদশে থেকে আক্রমণভাগে আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। কিন্তু এই মার্চের শুরুতে গোড়ালির চোটে ছিটকে গেছেন ভিনিসিয়াস। মে মাসে তার ফেরার সম্ভাবনা আছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম