X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ম্যাচ পাতানোর অভিযোগে বিব্রত দুই অধিনায়ক

তানজীম আহমেদ
২৫ মার্চ ২০১৯, ২০:১৫আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২১:১৭

সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়া গত ২৩ ফেব্রুয়ারি প্রিমিয়ার ফুটবল লিগে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব। গোলশূন্য ম্যাচটির দিকে সন্দেহের তীর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। রবিবার বাফুফের পাতানো ম্যাচ সনাক্তকরণ কমিটি দুই দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও মোনায়েম খান রাজুকে জিজ্ঞাসাবাদ করেছে, যা নিয়ে দুজনেই বিব্রত।

জাতীয় দলের অধিনায়ক জামাল এবার নেতৃত্ব দিচ্ছেন সাইফ স্পোর্টিংকে। ডেনমার্কে জন্ম নেওয়া এই ফুটবলার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এটা খুব বিব্রতকর। আগে কখনও এমন পরিস্থিতির সামনে পড়িনি। অবশ্য শুধু বিব্রতই বোধ করছি না, হাস্যকরও লাগছে ব্যাপারটা।’

কমিটির সামনে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে জামালকে। তিনি জানিয়েছেন, “সেই ম্যাচের ভিডিও দেখিয়ে প্রথম প্রশ্ন ছিল, ‘আপনার টিমমেটরা এতো মিস করেছেন কেন?’ আমি বলেছি, ‘সেটা তো তারাই ভালো বলতে পারবেন।’ তখন তারা বলেছেন, ‘আপনাকে অধিনায়ক হিসেবে ডাকা হয়েছে।’ আমি তাদের সরাসরি বলেছি, ‘আমি পাতানো ম্যাচ পছন্দ করি না, আর সততার সঙ্গে ফুটবল খেলি। আমি অসৎ মানুষ নই, আমার দলও পাতানো ম্যাচ খেলেনি।”  

চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক মোনায়েম খান রাজু ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে স্বাগতিক ব্রাজিলের ৭-১ গোলে হারের উদাহরণ টেনে জামাল কমিটিকে বলেছেন, “আমি তাদের বলেছি, ‘বিশ্বকাপে জার্মানির কাছে বিশাল ব্যবধানে হেরেছিল ব্রাজিল। সেটা কি পাতানো ম্যাচ ছিল?’ সব ম্যাচে প্রত্যাশিত ফল হয় না। তাছাড়া আমাদের ব্যাপারটা ভিন্ন। আমরা তো শিরোপা লড়াইয়ে আছি। গত মৌসুমেও লিগের শীর্ষে থাকার সময় চট্টগ্রাম আবাহনী ড্র করেছিল সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে। তখন তো কোনও প্রশ্ন ওঠেনি।”

ম্যাচটি ড্র করে ক্লাব কর্মকর্তাদের বকা শুনেছিলেন বলেও জানিয়েছেন তিনি, ‘আমরা ম্যাচ জিতলে বোনাস পাই। কিন্তু সেদিন রেফারি একটা পেনাল্টি না দেওয়ায় আমরা জিততে পারিনি। ম্যাচ শেষে ক্লাব কর্মকর্তারা বকাঝকাও করেছেন আমাদের। অথচ এখন বলা হচ্ছে ম্যাচটা পাতানো ছিল। এর চেয়ে হাস্যকর আর কী হতে পারে!’

চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক রাজুও পাতানো ম্যাচের কথা শুনে বিব্রত বোধ করেছেন। তার মন্তব্য, ‘‘আমি কমিটিকে বলেছি, ‘সেদিন কোনও পাতানো ম্যাচ হয়নি। সব ম্যাচে গোল হয় না, কোনও কোনও ম্যাচ গোলশূন্য ড্র-ও হয়।’ ভিডিও দেখে একটা আক্রমণ নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু সব আক্রমণ থেকে তো গোল হয় না, গোল মিস হতেই পারে। তাই বলে কোনোভাবেই এই ম্যাচকে পাতানো বলা যাবে না। আমরা চেষ্টা করেছি, কিন্তু গোল করতে পারিনি।’’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে