আবারও মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। শনিবার প্রথম ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ এমএফএসের ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র।
বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত থাকায় এক মাস পর শুরু হলো শীর্ষ ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা। ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে নোফেলের মুখোমুখি হয়েছিল সাইফ। বিরতির আগে ঢাকা আবাহনীর কাছে হেরেছিল তারা। ফিরেই জয়ের দেখা পেলো দলটি।
টেবিলের নিচের দিকে থাকা নোফেলের বিপক্ষে ১২ মিনিটেই এগিয়ে যায় সাইফ। পার্ক সিউং ইল করেন একমাত্র গোল।
১০ ম্যাচে ষষ্ঠ জয়ে ২০ পয়েন্ট নিয়ে চার নম্বরে সাইফ। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ শীর্ষে থাকা বসুন্ধরা কিংস। আগামী ১১ এপ্রিল নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে হবে ম্যাচটি।
টানা চার ম্যাচ অজেয় থাকলো রহমতগঞ্জ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নবম রহমতগঞ্জ। ৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ব্রাদার্স।