X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পগবা-হ্যাজার্ড রিয়ালে এলে খুশি হবেন কাসেমিরো

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০১৯, ২১:৫৩আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:৫৩

পল পগবা ও এডেন হ্যাজার্ড সাফল্য ফেরাতে পল পগবা ও এডেন হ্যাজার্ডকে কিনতে চায় রিয়াল মাদ্রিদ, এই গুঞ্জন সত্যি হলে খুশি হবেন কাসেমিরো। এই মিডফিল্ডার মনে করেন, বার্নাব্যুর ড্রেসিংরুমে সমাদৃত হবেন ‘বিশ্বমানের’ দুই ফুটবলার।

এই মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রের দৌড়ে ছিটকে গেছে রিয়াল। দলকে সাফল্যের পথে ফেরাতে ফিরিয়ে আনা হয়েছে কোচ জিনেদিন জিদানকে। আগামী গ্রীষ্মের দলবদলে বড় ধরনের খরচের প্রস্তুতিও নিচ্ছে মাদ্রিদ ক্লাব।

সম্প্রতি পগবা ও হ্যাজার্ডের প্রশংসা করেছেন রিয়াল কোচ। সব মিলিয়ে দুজনকে রিয়ালের জার্সিতে দেখার সম্ভাবনা বেড়ে চলেছে। কাসেমিরো মনে করেন, দলকে এগিয়ে নেওয়ার মতো যে কোনও খেলোয়াড়কে সাদরে অভ্যর্থনা জানাতে চান তিনি।

পগবা ও হ্যাজার্ডের সম্ভাব্য চুক্তি নিয়ে কাসেমিরোর জবাব, ‘আমি সবসময় বলেছি মাদ্রিদের অবশ্যই সেরা খেলোয়াড়রা আছে এবং এই ক্লাব বিশ্বসেরা। কিন্তু কোন খেলোয়াড়কে চুক্তি করানো উচিত সেটা আমার বলার কথা না। এজন্য প্রেসিডেন্ট (ফ্লোরেন্তিনো পেরেস) ও আরও কয়েকজন আছে। কিন্তু তারা দুজন খুব ভালো খেলোয়াড় এবং রিয়াল মাদ্রিদে খুব ভালো খেলোয়াড়রা সবসময় অভ্যর্থনা পায়।’

রিয়ালের মিডফিল্ডে পগবা উপযুক্ত কিনা প্রশ্নে ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেছেন, ‘তার পর্যায়ের একজন বিশ্বমানের খেলোয়াড় যে কোনও দলে খেলতে পারে। তাকে খুব খুশি মনে রিয়ালে অভ্যর্থনা দেওয়া হবে যদি আসে, আমরা জানি সে একজন সেরা খেলোয়াড়।’

আরও একটি গুঞ্জন- রিয়ালে পা পড়তে নেইমারের। ব্রাজিল সতীর্থকে বার্নাব্যুতে দেখতে পেলে খুশি হবে কাসেমিরো, ‘(নেইমার) অসাধারণ একজন খেলোয়াড় এবং যদি সে আসে দারুণ হবে। কিন্তু এই প্রশ্ন প্রেসিডেন্ট ও নেইমারের জন্য। তাকেই জিজ্ঞাসা করুন সে আসতে চায় কিনা। সম্প্রতি সে বলেছে প্যারিসে সুখে আছে। তাকে ও তার ক্লাবকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?