X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ম্যানইউয়ের পক্ষেও আছেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০১৯, ২২:৫৭আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২২:৫৭

ম্যানইউয়ের পক্ষেও আছেন রোনালদিনহো ঘরের মাঠে হেরেছে, এখন আবার যেতে হবে প্রতিপক্ষের মাঠে খেলতে। আর সেই প্রতিপক্ষ যখন বার্সেলোনা, তখন ভয় আরও জেঁকে বসতে পারে মনে। ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের মনে শঙ্কার মেঘ সত্যি জমে থাকলে রোনালদিনহোর কথায় আশার পালে হাওয়া লাগাতে পারেন। ব্রাজিলিয়ান তারকা যে ইংলিশ ক্লাবটিরও সম্ভাবনা দেখছেন।

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে বার্সেলোনা ও ম্যানইউ। ওল্ড ট্র্যাফোর্ডের প্রথম লেগ লুক শ’র আত্মঘাতী গোলে জিতে ফিরেছে বার্সেলোনা। ফিরতি লেগ ঘরের মাঠে বলে বার্সেলোনার পক্ষেই বাজির ঘোড়া। রোনালদিনহো তার সাবেক ক্লাব বার্সেলোনার সেমিফাইনালে ওঠার সহজ পথ আঁকলেও একই সঙ্গে আশা দেখছেন ম্যানইউয়েরও।

প্রথম গোলকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান প্লে মেকার, ‘সত্য হলো, ম্যানচেস্টারেই খেলা শেষ করে এসেছে বার্সেলোনা, তবে ১-০ গোলে হারা ম্যানচেস্টার ইউনাইটেড এখনও আশা করতে পারে। যেভাবে বার্সেলোনা খেলছে এবং যত গোল করেছে, তাতে তাদের এগিয়ে (সেমিফাইনাল) যাওয়াটাই আমি প্রত্যাশা করি।’

সঙ্গে যোগ করেছেন, ‘ঘরের মাঠে আমি তাদের সহজ জয়ই দেখছি। প্রথম গোলের ওপর সবকিছু নির্ভর করছে। বার্সেলোনা শুরুতে গোল করলে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য দীর্ঘ রাত্রি অপেক্ষা করছে। তবে তারা (ম্যানইউ) আগে গোল করলে স্টেডিয়ামে স্নায়ুচাপ ভর করবে। এরপর কী ঘটবে, সেটা কেউ বলতে পারবে না।’

ওল্ড ট্র্যাফোর্ড থেকে জিতে ফেরায় সুবিধাজনক জায়গা থেকে মাঠে নামবে বার্সেলোনা। তাছাড়া ঘরের মাঠের সমর্থকদের সমর্থন তো আছেই। তবে চ্যাম্পিয়নস লিগের আগের মঞ্চেই ম্যানইউ ঘুরে দাঁড়ানোর ইতিহাস লিখেছে। ঘরের মাঠে ২-০ গোলে হারলেও পিএসজির মাঠ থেকে জিতে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। সেই ঘটনার পুনরাবৃত্তি করলেই তো হয়! গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!