X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ম্যানসিটির জন্য খারাপ লাগছে লিভারপুল কোচের

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৯, ১৫:৪৯আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৫:৪৯

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার সিটি। টটেনহামের বিপক্ষে হেরে বিদায় নেওয়া ম্যানচেস্টারের ক্লাবটিকে এবারের আসরে অন্যতম ফেভারিট ভাবা হচ্ছিল। কোয়ার্টার ফাইনালে দৌড় থেমে যাওয়া সিটিজেনদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

‘অল ইংলিশ’ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে টটেনহামের মাঠ থেকে ১-০ গোলে হেরে ফিরেছিল ম্যানসিটি। তবে ফিরতি লেগ ঘরের মাঠে হওয়ায় আত্মবিশ্বাসী ছিল পেপ গার্দিওলার দল। কিন্তু ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিকরা ৪-৩ ব্যবধানে জিতলেও অ্যাওয়ে গোলের ‍সুবিধা নিয়ে সেমিফাইনালে উঠে যায় স্পাররা।

উত্তেজনাকর ম্যাচটির শেষ মুহূর্তে সের্হিয়ো আগুয়েরোর গোলটি হলে শেষ চারে ওঠার আনন্দে মাততো সিটিজেনরা। কিন্তু ভিএরআর প্রযুক্তিতে গোলটি বাতিল হয়ে যায়। তাতে কষ্টের তীব্রতা যেন আরও বাড়ে ম্যানসিটির। বিপর্যস্ত ইংলিশ প্রতিপক্ষের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেছেন লিভারপুল কোচ ক্লপ।

ভিএআর প্রযুক্তিতে গোল বাতিল হওয়ায় ম্যানসিটির জন্য তারও খারাপ লাগছে। পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ চার নিশ্চিত করা অলরেডস কোচ ক্লপ বলেছেন, ‘আমি সত্যিই দুঃখিত (ম্যানচেস্টার সিটির জন্য)। আমি জানি মানুষজন বলাবলি করছে, ভিএআর না হলে এটা গোল হতো। এটা নিয়ে বিতর্ক এখনও আছে, তবে বিষয়টির সামনে পড়াটা খুব কষ্টদায়ক।’

একই সঙ্গে তিনি অভিনন্দন জানিয়েছেন সেমিফাইনাল নিশ্চিত করা টটেনহামকে, ‘টটেনহামকে আমি অভিনন্দন জানাই। মৌসুম শুরুর আগে বলেছিলাম, গ্রীষ্মে তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। আর সেটা শুধু তারা কোনও খেলোয়াড় কেনেনি বলে নয়, (সেমিফাইনালের আগে) হাতে মাত্র দুই সপ্তাহ সময় পাচ্ছে বলে।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?