X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘টটেনহাম কিংবা আয়াক্স চ্যাম্পিয়ন হলে অবাক হবো না’

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৯, ১৮:১৭আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৮:৩২

হোসে মরিনহো চ্যাম্পিয়নস লিগে দুই জায়ান্ট বধ করে সেমিফাইনালে উঠেছে টটেনহাম ও আয়াক্স। ফাইনালের লড়াইয়ে তারা একে অপরের মুখোমুখি হবে। যে কোনও এক দল উঠবে শিরোপা নির্ধারণী মঞ্চে। এই দুই দলের কেউ চ্যাম্পিয়ন হলে অবাক হবেন না ম্যানইউর সাবেক কোচ হোসে মরিনহো।

সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে অ্যাওয়ে গোলের বিচারে বিদায় করেছে টটেনহাম। সবচেয়ে চমক দেখিয়েছে আয়াক্স। ডাচ ক্লাবটি দুই ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসকে হারিয়ে শেষ চারে। বার্সেলোনা ও লিভারপুলের সঙ্গে শিরোপার লড়াইয়ে তারা। তাই তাদের নিয়ে বাজি ধরার লোক হাতে গোনা। মরিনহো তাদের একজন।

রাশিয়া টুডেকে সাবেক চেলসি কোচ বলেছেন, ‘দুই দলের জন্য আমি সত্যি খুশি। সবসময় আমি বলি যে যখন আপনি কোয়ার্টার ফাইনালে তখন কোনও একটা কারণ অবশ্যই আছে।’

মরিনহো আরও যোগ করেছেন, ‘গ্রুপ পর্বে হয়তো ভাগ্য সহায় থাকে কিংবা কখনও আপনার প্রতিপক্ষ ততটা ভালো থাকে না, শেষ ষোলোর ড্রতেও সৌভাগ্যের ছোঁয়া থাকতে পারে। কিন্তু কোয়ার্টার ফাইনাল হলো সমীহ পাওয়ার জায়গা, আমি সবসময় বলি এই পর্বে প্রত্যেক দলের (জেতার) সাড়ে ১২ শতাংশ সুযোগ থাকে। আর সেমিফাইনালে সেটা বেড়ে যায় ২৫ শতাংশে। আয়াক্স কিংবা টটেনহাম চ্যাম্পিয়নস লিগ জিতলে আমি অবাক হবো না।’

টটেনহাম বা আয়াক্সের যে কোনও একটি দলের ফাইনাল খেলা নিশ্চিত। আর সেখানে যে কোনও কিছু হতে পারে বিশ্বাস মরিনহোর, ‘তারা সেমিফাইনালে এবং তাদের এক দল খেলবে ফাইনাল। ফাইনাল এক ম্যাচের খেলা, ৯০ মিনিটের। অধিকাংশ খেলোয়াড়ের জন্য এটা ক্যারিয়ার গড়ে তোলার ম্যাচ। আমি মনে করি তারা দুই দলই এর স্বপ্ন দেখছে এবং সেটা দেখার ভালো কারণ আছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি