X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ম্যানসিটিকে নিয়ে সতর্ক ম্যানইউ কোচ

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৯, ১৮:২৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৯:০৯

উলা গুনার সুলশার প্রথমবার ম্যানচেস্টার ডার্বিতে ডাগআউটে দাঁড়ানোর অভিজ্ঞতা হচ্ছে ইউনাইটেডের কোচ উলা গুনার সুলশারের। প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে থাকা দলটির বিপক্ষে বেশ সতর্ক তিনি। ম্যানচেস্টার সিটির আগ্রাসী কৌশল নিয়ে পুরো দলকে হুঁশিয়ার করলেন ম্যানইউ কোচ।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে প্যারিস সেন্ত জার্মেইর বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়ের পর থেকে বাজে সময় কাটছে ম্যানইউর। সব ধরনের প্রতিযোগিতায় ৮ ম্যাচে হেরেছে ৬টি। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বিদায় তো হয়েছেই, প্রিমিয়ার লিগেও নেমে গেছে ষষ্ঠ স্থানে। ৩৪ ম্যাচে ৬৪ পয়েন্ট তাদের। চার নম্বরে থাকা চেলসির পয়েন্ট ৬৭, এক ম্যাচ বেশি খেলেছে তারা। সমান পয়েন্টে টটেনহাম হটস্পার তিনে। ম্যানইউর চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে ঠিক তাদের উপরে আর্সেনাল (৬৬)। 

অর্থাৎ পরের চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা অর্জনে চতুর্থ স্থান থেকে তিন পয়েন্ট পেছনে ম্যানইউ। মৌসুম শেষ হতে বাকি আর চার ম্যাচ। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে তাই ম্যানচেস্টার ডার্বিকে খুব গুরুত্বপূর্ণ ভাবছেন নরওয়েজিয়ান কোচ।

বুধবার দিবাগত রাত ১টায় ওল্ড ট্র্যাফোর্ডে এই ম্যাচ জিতলে সেরা চারে থাকার আশা কিছুটা হলেও ফিরে পাবে ম্যানইউ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ওয়ানে। মৌসুমের শেষ ম্যানচেস্টার ডার্বি নিয়ে সুলশার জানালেন তার ভাবনার কথা, ‘চাপের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তারা আমাদের চেপে ধরতে চাইবে কারণ তারা দারুণ। রক্ষণে আমাদের ভালো করতে হবে। যখন এই কাজটি ভালোভাবে করতে পারবো, তখন তাদের আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। তারা আপনার গোড়ালিতে আঘাত করবে এবং ছিটকে দিবে।’

আগের দেখায় ইউনাইটেডকে ৩-১ গোলে হারানো ম্যানসিটি এবারও জিততে মরিয়া থাকবে। কারণ তিন পয়েন্ট পেলেই শীর্ষে থাকা লিভারপুলকে (৮৮) পেছনে ফেলবে তারা। ম্যাচসংখ্যায় ইয়ুর্গেন ক্লপের দলকে ধরে ফেলবে পেপ গার্দিওলার দল, লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলে ৮৬ পয়েন্টে দুইয়ে তারা। শিরোপা ধরে রাখার মিশনে মরিয়া থাকা ম্যানসিটির বিপক্ষে তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে করেন ম্যানইউ কোচ, ‘সহজে কাউন্টার অ্যাটাকিং করতে তারা দিবে না আমাদের। ফাউল হবে কোনও সন্দেহ নেই, কারণ আপনি যদি তাদের খেলা দেখে থাকেন দেখবেন তাদের অনেক খেলোয়াড় সামনে এসে খেলে। যতখানি সম্ভব তারা আমাদের থামিয়ে রাখতে চাইবে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী