X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ভারতের ভিসা পাননি আবাহনীর সানডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৯, ১৯:৫৬আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৬:০২

সানডে চিজোবা আগামী মঙ্গলবার ভারতের চেন্নাইয়ান এফসির বিপক্ষে এএফসি কাপের তৃতীয় ম্যাচ খেলবে আবাহনী লিমিটেড। এজন্য শনিবার ভারতের বিমান ধরবে তারা। কিন্তু এই যাত্রায় তাদের সঙ্গী হতে পারছেন না ফর্মে থাকা নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা। ভিসা জটিলতায় আহমেদাবাদের দ্য অ্যারেনায় এই ম্যাচ খেলা হচ্ছে না তার।

দলের প্রত্যেকের ভিসা হয়ে গেছে, শুধু সানডের ছাড়া। কেবল ভিসা জটিলতার কারণে তাকে না পাওয়া মানতে পারছেন না টিম ম্যানেজার সত্যজিত দাশ রুপু। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সানডের ভিসা নাকি তার দেশ নাইজেরিয়া থেকে নিতে হবে। সেটা দূতাবাস আমাদের এক সপ্তাহ আগেই বলেছিল। তার পাসপোর্টও রাখেনি। এরপর বিষয়টি এএফসি ও ভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছি। তাদের ফুটবল ফেডারেশন বিষয়টি দেখছে বলে আমাদের জানিয়েছিলো। কিন্তু আজ (বুধবার) আমাদের জানালো সানডের ভিসা করানো সম্ভব নয়।’

গত বছর ভারতে এএফসি কাপে ছিলেন সানডে। ওইবার এমন অভিজ্ঞতা হয়নি জানালেন সত্যজিৎ, ‘গত বছর আমরা ভারতে এএফসি কাপ খেলেছি সানডেকে নিয়েই। ঢাকা থেকেই ভিসা করানো হয়েছিল। এবার কেন এমন হলো বুঝতে পারছি না।’

সানডেকে না পাওয়া দলের জন্য বড় ধাক্কা স্বীকার করলেন টিম ম্যানেজার, ‘আমাদের লিগ চলছিলো। ওই মুহূর্তে তো সানডের দেশে ফিরে গিয়ে ভিসা করানো কঠিন ছিল। এখন আমরা এএফসি কাপে তিন বিদেশি নিয়ে খেলবো, আর প্রতিপক্ষ চার বিদেশি নিয়ে খেলবে। এতে আমরা আগেই পিছিয়ে গেলাম।’

এএফসি কাপে আবাহনী দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ভারতের চেন্নাইয়ান এফসির সঙ্গে যুগ্মভাবে শীর্ষে আছে। মারিও লেমসের দল প্রথম ম্যাচে নেপালের মানাং মার্সিয়াংদিকে ১-০ গোলে হারালে দ্বিতীয় ম্যাচে ভারতের মিনার্ভা পাঞ্জাবের সঙ্গে ২-২ গোলে ড্র করে। আর শেষ ম্যাচেই গোল করেন সানডে। ঘরোয়া ফুটবলেও দারুণ ফর্মে তিনি, ৮ গোল করে নাবীব নেওয়াজ জীবনের সঙ্গে যৌথভাবে শীর্ষ গোলদাতা এই নাইজেরিয়ান স্ট্রাইকার।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক