X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

লাওসের মাঠে দারুণ জয় বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৯, ১৯:৪১আপডেট : ০৭ জুন ২০১৯, ১৩:৩৩

মহামূল্যবান গোলের পর বাংলাদেশের উল্লাস গত মার্চে তার গোলে কম্বোডিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। বৃহস্পতিবার বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাই পর্বেও লাল-সবুজ দলের জয়ের নায়ক তরুণ মিডফিল্ডার রবিউল হাসান। লাওসের মাঠে রবিউলের লক্ষ্যভেদে ১-০ গোলের জয় পেয়েছে জেমি ডে’র শিষ্যরা।    

ভিয়েনতিয়েন জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। বরং আক্রমণের ঝাঁঝ ছিল স্বাগতিকদের। তবে গোলকিপার আশরাফুল ইসলাম রানার নৈপুণ্যে বিপদে পড়তে হয়নি। প্রতিপক্ষের বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে গোলপোস্ট অক্ষত রেখেছেন রানা।

বিরতির পর আক্রমণে ওঠে বাংলাদেশ। সুযোগও আসে কয়েকবার। কিন্তু গোল হচ্ছিল না কিছুতেই। এর মধ্যে তৌহিদুল আলম সবুজের প্লেসিং একটুর জন্য পোস্টে যায়নি, বল চলে গেছে ক্রসবারের ওপর দিয়ে।

অবশেষে ৭১ মিনিটে গোলের দেখা পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূ্ঁইয়ার থ্রু ধরে, বক্সের বাইরে থেকে ডান পায়ের দুরন্ত শটে লাওসের গোলকিপারকে পরাস্ত করেছেন রবিউল। গোলটা ধরে রেখে জয়ের উল্লাসেও মেতে উঠেছে লাল-সবুজ দল।

১১ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটা ড্র করলেই বাছাই পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

বাছাই পর্বে ৪০টি দল আট গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে দলগুলো। গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্স-আপ বাছাই পর্বের পরবর্তী ধাপে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ দল: আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, ইয়াছিন খান, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, নাবীব নেওয়াজ জীবন (মামুনুল ইসলাম), বিশ্বনাথ ঘোষ, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া (তৌহিদুল আলম সবুজ) এবং আরিফুর রহমান (রবিউল হাসান)।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী