X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার ব্রাজিল যাচ্ছেন চার তরুণ ফুটবলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৯, ১৯:২৯আপডেট : ২৩ জুন ২০১৯, ১৯:২৯

ব্রাজিল যেতে প্রস্তুত লাকরা, নাহিদ, মিঠু ও নাজমুল (বাঁ থেকে ডানে) বাংলাদেশের সঙ্গে আলোচনার মাধ্যমে কয়েকজন তরুণ ফুটবলারদের নিজ দেশে প্রশিক্ষণের উদ্যোগ নেয় ব্রাজিল। তারই অংশ হিসেবে ডেভেলপমেন্ট কাপ ও বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল ‍টুর্নামেন্ট থেকে চার ফুটবলারকে বাছাই করা হয় গত ফেব্রুয়ারিতে। মার্চে তাদের ব্রাজিল যাওয়ার কথা থাকলেও নানা কারণে দিনক্ষণ পিছিয়েছে। অবশেষে পেলে-গ্যারিঞ্চা, জিকো-রোনালদোদের দেশে যাচ্ছেন তারা।

সেখানে গামা ফুটবল একাডেমিতে এক মাস প্রশিক্ষণ নেবেন ফরোয়ার্ড জোগেন লাকরা, দুই মিডফিল্ডার ওমর ফারুক মিঠু ও লতিফুর রহমান নাহিদ এবং ডিফেন্ডার নাজমুল আকন্দ। গত ৪ মাস ধরে এই চার ফুটবলার স্বপ্ন দেখছেন ব্রাজিল যাওয়ার। তাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়বেন তারা।

ব্রাজিল যাত্রার দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় উচ্ছ্বসিত ওমর, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দেশে যেতে উদগ্রীব এই মিডফিল্ডার। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘নেইমারদের দেশে কখন যাবো সেই অপেক্ষায় আছি আমরা সবাই। সেখানে গিয়ে অনুশীলন করবো, ফুটবলের আধুনিক কলা-কৌশল রপ্ত করবো। এক মাসের অনুশীলনের ক্যাম্পে যদি কিছু শিখতে পারি সেটা ক্যারিয়ার গড়তে কাজে দেবে।’

আরেক মিডফিল্ডার নাহিদও বেশ খুশি, ‘অবশেষে আমরা ব্রাজিলে যেতে পারছি। এটা আমাদের জন্য আনন্দের খবর। সেখানে গিয়ে যদি বড় কোনও তারকার সান্নিধ্য পাই তাহলে আরও ভালো লাগবে। একাডেমিতে নতুন কিছু শেখার সুযোগ থাকবে।’

চার ফুটবলারের সঙ্গে স্থানীয় কোচ হিসেবে যাচ্ছেন আব্দুর রাজ্জাক। এই প্রশিক্ষণ কর্মসূচী নিয়ে আশাবাদী তিনি, ‘গামা একাডেমিতে গিয়ে তরুণ ফুটলরাররা অনেক কিছু শিখতে পারবে। দেশের ফুটবলের জন্য এটা নতুন দিক বলতে পারেন।’

মূলত চার ফুটবলারের এক বছরের জন্য ব্রাজিলে প্রশিক্ষণ নেয়ার কথা ছিলো। কিন্তু বয়স ১৮’র কম হওয়ায় দীর্ঘমেয়াদে অনুশীলনের সুযোগ থাকছে না তাদের। এই প্রশিক্ষণ কর্মসূচীর সমন্বয়কারী সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম বলেছেন, ‘অবশেষে চার ‍ফুটবলার ব্রাজিল যাচ্ছে। আমাদের পরিশ্রম সার্থক হতে যাচ্ছে। তবে ওদের সবার বয়স ১৮’র নিচে। এজন্য দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ সম্ভব হচ্ছে না, আপাতত এক মাস হবে। তবে গামা ফুটবল একাডেমির কর্মকর্তারা পরে ঢাকায় আসবেন। ভবিষ্যতে হয়তো বাংলাদেশ থেকে আরও বেশি ফুটবলার সেখানে প্রশিক্ষণের সুযোগ পাবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী