X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

প্রথম পয়েন্টের খোঁজে জেমি ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৯, ১৯:৩৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৯:৩৮

অধিনায়ক জামাল ভূঁইয়াকে পাশে নিয়ে জেমি ডে’র সংবাদ সম্মেলন বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ খেললেও বাংলাদেশের পয়েন্টের ঘর শূন্য। আফগানিস্তান আর কাতারের সঙ্গে দারুণ লড়াই করলেও হার এড়াতে পারেননি জেমি ডে’র শিষ্যরা। মঙ্গলবার তৃতীয় ম্যাচে লাল-সবুজ দলের প্রতিপক্ষ ভারত। কলকাতার সল্ট লেক স্টেডিয়াম বা যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে কোনও মূল্যে পয়েন্ট চান বাংলাদেশের কোচ জেমি ডে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এক অথবা তিন পয়েন্ট পেতে হলে খুবই ভালো খেলতে হবে। আসলে হার এড়ানোই ভালো ফল হবে আমাদের জন্য। একটা কথাই শুধু বলতে পারি, ম্যাচটা সহজ হবে না। বলার অপেক্ষা রাখে না যে ম্যাচটা কঠিন হতে যাচ্ছে।’

‘৮০ হাজার দর্শকের উপস্থিতি কি আপনার দলকে বাড়তি চাপে ফেলবে?’ এমন প্রশ্নে এই ইংলিশ কোচের জবাব, ‘আমি ফুটবলার হলে কালকের ম্যাচ থেকে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করতাম। এত দর্শকের সামনে কিন্তু খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাওয়া যায় না। আশা করি, ছেলেরা স্নায়ুর চাপে ভুগবে না। আমাদের বরং ওদের বিশাল সমর্থক গোষ্ঠীকে চ্যালেঞ্জ করে নিজেদের প্রমাণ করতে হবে।’

তবে ঘরের মাঠে ভারত যে কিছুটা এগিয়ে থাকবে তা নির্দ্বিধায় মেনে নিচ্ছেন জেমি, ‘স্বাগতিক দল হিসেবে ভারত বাড়তি সুবিধা পাবেই। আগের ম্যাচে কাতারের বিপক্ষে দারুণ খেলেছে তারা। সেই ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে তারা মাঠে নামবে। আমাদের ডিফেন্স জমাট রেখে খেলতে হবে আর কিছুতেই ম্যাচের শুরুতে গোল খাওয়া চলবে না। পাশাপাশি সুযোগের সদ্ব্যবহার করতে হবে।’

গত মাসে কাতারের দোহা থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে ভারত। ফেভারিট হলেও বাংলাদেশকে নিয়ে যথেষ্ট সমীহ ভারতের কোচ ইগর স্তিমাচের কণ্ঠে, ‘দু্ই ম্যাচে হেরে গেলেও বাংলাদেশ দল সামর্থ্যের প্রমাণ দিয়েছে ভালোমতো, বিশেষ করে কাতারের বিপক্ষে। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে কাতারকে তারা হারিয়েও দিতে পারতো! গত ১৪/১৫ মাসে নতুন কোচের অধীনে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। তারা এখন দারুণ সংগঠিত দল। বাংলাদেশকে সমীহ করেই আমরা মাঠে নামবো।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার