X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এবার আন্তর্জাতিক ট্রফি চাই বসুন্ধরা কিংসের

তানজীম আহমেদ, চট্টগ্রাম থেকে
১৯ অক্টোবর ২০১৯, ১১:১৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১১:২৭

বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগ অভিষেকেই চমক দেখিয়েছে বসুন্ধরা কিংস। শুধু লিগ ট্রফি নয়, স্বাধীনতা দিবস ফুটবলের শিরোপাও উঠেছে তাদের ঘরে। এছাড়া ফেডারেশন কাপে হয়েছে রানার্স-আপ। নতুন দল হিসেবে হইচই ফেলে দেওয়া ক্লাবটি জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে যোগ করেছে উঁচু মানের বিদেশি।

আধুনিক সুযোগ-সুবিধায় সাজানো ক্লাবটি দেশের গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো এএফসি কাপে জায়গা করে নিয়েছে। তাদের দৃষ্টি আরও দূরে। প্রথমবারের মতো শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে অংশ নিতে যাচ্ছে তারা। প্রথম আসরটি স্মরণীয় করতে চাইছে দলটি। চট্টগ্রামের মাঠে শিরোপা জিতে সামনের মৌসুম শুরুর আগে নতুন করে আত্মবিশ্বাসের জ্বালানি খুঁজছে।

এই দলটির সাফল্যের নেপথ্যে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। তার কোচিং দর্শনে দলটি দেখেছে সফলতার মুখ। চট্টগ্রামের আসরে সাফল্য ধারা ধরে রাখতে চাইছে ফুটবলে আলোচিত ক্লাবটি। এখানেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বসুন্ধরা কিংসের।

অস্কার ব্রুজন বলেছেন, ‘এই প্রতিযোগিতায় সবাই চেষ্টা করবে ট্রফি জেতার। সবার প্রস্তুতি তেমনই। যদিও কেউ কেউ বলছেন, এটা একটি প্রীতি টুর্নামেন্ট। তবে আমরা এখানে এসেছি শিরোপা জেতার জন্য। এজন্য আমরা লড়াই করব।’

আগের চেয়ে এবার আরও শক্তিশালী বসুন্ধরা কিংস। দুই ডিফেন্ডার তপু বর্মণ ও ইয়াসিন খানকে দলে এনে চমক দেখিয়েছে। এছাড়া ইমন-মতিন-সুফিলরা তো আছেনই। কোস্টারিকার ফরোয়ার্ড দানিয়েল কোলিনদ্রেসের সঙ্গে আরও উঁচু মানের খেলোয়াড় নতুন মৌসুমে দেখা যাবে। চট্টগ্রামের আসরে কোলিনদ্রেস ছাড়াও খেলবেন লেবানন ও নাইজেরিয়ার খেলোয়াড়।

শেখ কামাল ফুটবলে নিজেদের সেরাটা খেলার লক্ষ্য বর্তমান বাংলাদেশ চ্যাম্পিয়নদের। ব্রুজনের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর, ‘আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী খেলব। বেশি বেশি ম্যাচ জিততে চাই। যদিও এই আসরটি সহজ হবে না। কঠিন লড়াই হবে। আমরা ভালো খেলা উপহার দিয়ে ট্রফি জিততে চাই। আশা করি সফল হবো।’

রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকার কোলিনদ্রেস এবার চট্টগ্রামের মাঠ মাতানোর অপেক্ষায়। বসুন্ধরার অধিনায়কের দায়িত্ব সামলানো এই ফরোয়ার্ডের বক্তব্য, ‘আমরা ভালো পারফরম্যান্স দেখাতে চাই। সেরাটা দেওয়ার অপেক্ষায় আছি। ঘরোয়া আসরে দুটি চ্যাম্পিয়ন ও একটি রানার্স-আপ ট্রফি জিতেছি। এবার আরও একটি ট্রফি জয়ের মিশন আমাদের।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
শৈশব কেন অনিরাপদ?
শৈশব কেন অনিরাপদ?
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ