X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ইস্ট বেঙ্গলকে ছাড়াতে পারবে মোহনবাগান?

তানজীম আহমেদ, চট্টগ্রাম থেকে
১৯ অক্টোবর ২০১৯, ১৪:২৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৪:৩৩

ইয়াং এলিফ্যান্টসের অধিনায়ক ভান্নার (ডানে) সঙ্গে হাত মেলাচ্ছেন মোহনবাগান অধিনায়ক ফ্রান গনসালেস ভারতের ক্লাব ফুটবলে ঐতিহ্যের ধারক মোহনবাগান। ১৩০ বছরের পুরোনো ক্লাবটি দেশটির ফুটবল ইতিহাসে জিতেছে অসংখ্য ট্রফি। দর্শক সমর্থনও তাদের প্রচুর। বিশেষ করে, আরেক ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলের সঙ্গে লড়াই হলে তো কথাই নেই। পুরো কলকাতা দুভাগে বিভক্ত হয়ে পড়ে। সেই মোহনবাগান এবার অংশ নিচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে।

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল প্রথম আসরে খেলতে এসেই পৌঁছে গিয়েছিল ফাইনালে। যদিও শিরোপা জেতা হয়নি তাদের। সেই হিসেবে শেখ কামাল কাপে অন্তত ফাইনাল খেলাটা মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ। আর এগিয়ে যাওয়ার লক্ষ্য হিসেবে ট্রফি ছোঁয়ার মিশন তো আছেই। চিরপ্রতিদ্বন্দ্বীদের ‘রেকর্ড’ ছাড়িয়ে মোহনবাগান কি পারবে ট্রফি জিততে?

ভারতে যখন ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) জয়জয়কার, তখন চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি আই-লিগেই নিজেদের সীমাবদ্ধ রেখেছে। তবে কয়েক বছর হলো আই-লিগের শিরোপাও ছোঁয়া হয় না মোহনবাগানের। ২০১৪-২০১৫ মৌসুমে জিতেছিল সবশেষ লিগ ট্রফি।

ব্যর্থতার সেই বৃত্ত ভেঙে দলটির স্প্যানিশ কোচ হোসে আন্তোনিও ভিকুনা সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ করতে চান। শেখ কামাল ক্লাব কাপ সামনে রেখে প্রস্তুতিও সেরেছে তারা দারুণভাবে। ভিকুনা চোখ রাখছেন শিরোপায়, ‘আমরা মূল দল নিয়েই এখানে এসেছি। এই আসরে খেলতে পেরে আমরা খুশি। অন্যদের মতো আমাদেরও লক্ষ্য ট্রফি জয়।’

মোহনবাগানে স্প্যানিশ খেলোয়াড়দের ছড়াছড়ি। এছাড়া ত্রিনিদাদ ও টোবাগোরও আছেন একজন। এদের নিয়ে চট্টগ্রামে লড়াই করার প্রতিশ্রুতি দলটির অধিনায়ক ফ্রান গনসালেসের, ‘আমরা ভালো খেলতে চাই। আশা করছি ভালো একটি টুর্নামেন্ট হবে। আমরা প্রত্যেকটি ম্যাচ উপভোগের চেষ্টা করব, সঙ্গে জয়ের মিশন তো আছেই।’

নিজেদের প্রথম ম্যাচে মোহনবাগান মুখোমুখি হবে লাওসের ক্লাব ইয়াং এলিফ্যান্টস এফসির। এই আসরে এখন পর্যন্ত ব্যতিক্রম লাওসের এই দলটি। তাদের দলে কোনও বিদেশি খেলোয়াড় নেই। শুধু স্থানীয় খেলোয়াড়দের নিয়ে চট্টগ্রামের আসরে খেলতে এসেছে। জাতীয় দলের চারজন খেলোয়াড় থাকা লাওসের দলটি অবশ্য বিদেশি ছাড়াই লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই ভাইয়ের ‘দ্বন্দ্বে’ প্রতিশোধ নিতে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের ‘দ্বন্দ্বে’ প্রতিশোধ নিতে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল