X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কেউ চায় শিরোপা, কেউ অভিজ্ঞতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২০, ২১:১৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:২০

সাংবাদিকদের মুখোমুখি মরিশাস কোচ ফ্রান্সিসকো ফিলহো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে ফিলিস্তিনের শিরোপা ধরে রাখার লক্ষ্য। স্বাগতিক বাংলাদেশ চায় শিরোপাখরা ঘোচাতে। বাকি চার দলের কারও চোখ শিরোপায়, কেউ বা চায় অভিজ্ঞতা অর্জন।

‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের তিনটি দলই আফ্রিকান—বুরুন্ডি, সেশেলস ও মরিশাস।

ফিফা র‌্যাঙ্কিংয়ে মরিশাসের অবস্থান ১৭২। অনূর্ধ্ব-১৭ দলে খেলা ছয় জনকে নিয়ে ঢাকায় এসেছে ভারত মহাসাগরের দ্বীপদেশটি। ঘরোয়া ফুটবলের অবকাঠামো তেমন ভালো নয়, পেশাদার লিগ হয় না। ফুটবলের চেয়ে চাকরিই বেশি পছন্দ তরুণদের।

মরিশাসের কোচ ফ্রান্সিসকে ফিলহো বলেছেন, ‘তারুণ্য নির্ভর দল নিয়ে আমরা এসেছি। অভিজ্ঞতা অর্জন আমাদের লক্ষ্য। তবে সুযোগ পেলে জিততে চাই। আমাদের গ্রুপটি সহজ নয়, বুরুন্ডির মতো দল আছে।’

শ্রীলঙ্কার হয়ে কথা বলেন টিম ম্যানেজার কর্নেল পাথনানাথান ১১৫টি দ্বীপ নিয়ে গড়ে উঠলেও সেশেলসের জনসংখ্যা মাত্র এক লাখ। ফুটবল লিগ হয় তিনটি। বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ আর আফ্রিকান নেশন্স কাপের বাছাই পর্বে তারা ভালো করতে পারেনি। বিশ্বকাপে রুয়ান্ডা আর নেশন্স কাপে দক্ষিণ সুদানের কাছে হেরেছে। তবু কোচ ডন আনাকুরা আশাবাদী, ‘আমরা এই প্রতিযোগিতায় ভালো করতে এসেছি। তারুণ্য নির্ভর দল হলেও আমাদের লক্ষ্য শিরোপা।’

ছয় দলের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে শ্রীলঙ্কা (২০৫)। কোচ পাকির আলী ঢাকার ফুটবলে পরিচিত মুখ। আশির দশকে দীর্ঘদিন খেলেছেন আবাহনীতে, অবসরের পর কোচ হিসেবেও এসেছেন এদেশে।

বিশ্বকাপ বাছাই পর্বে শ্রীলঙ্কা ভালো করতে পারেনি, পাঁচটি ম্যাচই হেরেছে। মঙ্গলবার ঢাকায় এসে অসুস্থবোধ করায় পাকির আলী সংবাদ সম্মেলনে আসেননি। শ্রীলঙ্কার ম্যানেজার কর্নেল পাথনানাথান বলেছেন, ‘আমরা ভালো ফল করতে এসেছি। গ্রুপে বাংলাদেশ ও ফিলিস্তিন থাকলেও আমাদের লক্ষ্য সেমিফাইনাল। এরপর ফাইনালের কথা ভাববো।’

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫১ বুরুন্ডি ঢাকায় এসেছে দুপুরে। তাই সংবাদ সম্মেলনে আসতে পারেনি। গত বছর ১৪টি আন্তর্জাতিক ম্যাচের ৯টিতেই হেরেছে, জিতেছে মাত্র একটি। বুরুন্ডির সেরা লিগ হয় ১৬ দলকে নিয়ে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী