X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

শিরোপা পরে, আগে লিগে লড়াই চায় সাইফ

তানজীম আহমেদ
১০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২১

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি। লিগের ১৩টি দল এখন অনুশীলনে ব্যস্ত। শিরোপার প্রত্যাশা অবশ্য কয়েকটি দলের। তাদের নিয়ে বাংলা ট্রিবিউনের ধারাবাহিক পর্যালোচনায় আজ  থাকছে সাইফ স্পোর্টিং ক্লাব-

সাইফ স্পোর্টিং ক্লাব দুই মৌসুম আগে ঘরোয়া ফুটবলে অভিষেক সাইফ স্পোর্টিং ক্লাবের। অভিষেকেই অবশ্য বসুন্ধরা কিংসের মতো লিগ জিততে পারেনি। এমনকি ঘরোয়া কোনও টুর্নামেন্টেই সাফল্য আসেনি। তারপরেও লিগে প্রথম সারির দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে ক্লাবটি। তিন মৌসুম ধরেই তারা জাতীয় দলের একঝাঁক খেলোয়াড় নিয়ে খেলে আসছে। সঙ্গে উদীয়মান খেলোয়াড়দের যোগ করে লড়ে যাচ্ছে লিগে।

এবারও দলটি হেঁটেছে একই পথে। বিভিন্ন সময়ে জাতীয় দলে খেলা ৭ জন খেলোয়াড় আছে দলটিতে। সবচয়ে বড় তারকা জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তারুণ্যনির্ভর দল নিয়ে লিগে লড়াই করতে চায় সাইফ স্পোর্টিং। এর জন্য তারা ফেডারেশন কাপের পরই ক্রোয়েশিয়া থেকে উড়িয়ে এনেছে অভিজ্ঞ কোচ দ্রাগো মামিচকে। যার অধীনে আবাহনী লিমিটেড সাফল্য পেয়েছিল।

২০১৭ সালে আবাহনীতে জর্জ কোটানের উত্তরসূরি হয়ে আসেন মামিচ। তার অধীনেই এএফসি কাপে মোহনবাগানের সঙ্গে ড্র কিংবা বেঙ্গালুরুকে হারিয়েছে আবাহনী। এছাড়া দলকে চ্যাম্পিয়ন বানিয়েছেন ফেডারেশন কাপে। কিন্তু লিগের একপর্যায়ে ছুটিতে গিয়ে অন্য ক্লাবে যোগ দেন মামিচ। সেই মামিচই আবার এক মৌসুম পর এসে হাল ধরেছেন সাইফ স্পোর্টিংয়ের।

আবাহনীর মতো সাইফও কী তার হাত ধরে সাফল্য পাবে? শিরোপা জিততে পারবে কি না সে তো ভবিষ্যতের ব্যাপার, তবে মামিচ ভালো করার প্রতিশ্রুতি দিচ্ছেন, ‘এখানে কাজ করতে পেরে আমি খুশি। আমার অনেক ক্লাবে কাজ করার অভিজ্ঞতা আছে। সাইফ অন্যতম ভালো দল। আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবো ভালো করার। দলকে ভালো অবস্থানে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।’

তবে লিগ শিরোপা জয় যে সহজ ব্যাপার নয় মামিচ সেটি জানেন, ‘আবাহনীতে ধীরে ধীরে সাফল্য এসেছিল। সাইফকেও সেই পথে নিতে হবে। এখানে অন্য ক্লাবগুলোও ভালো করছে। লিগ চ্যাম্পিয়নের জন্য লড়াই করতে হবে।’

৪-২-৩-১ ফর্মেশনে সাইফের বড় ভরসার জায়গা হলো রক্ষণভাগ। জাতীয় দলের রিয়াদুল হাসান, ইয়াছিন আরাফাত, রহমত মিয়ার সঙ্গে রুয়ান্ডার সেন্টারব্যাক এমেরি বায়েসেঙ্গে খেলবেন। মধ্যমাঠে জামালের পাশে ভরসা জোগাবেন কিরগিজ মরোলিমোঝন আখমেদভ, তাজিক জাহাঙ্গীর এরগাশেভ। সাইফের আক্রমণভাগটা আবার বিদেশি-নির্ভর। সেখানে কলম্বিয়ার দানিয়েল কর্দোবার জুটি সিয়েরা লিওনের ফায়া কোবা। তবে কোবার চোটের কারণে শুরু থেকে তরুণ ফয়সাল আহমেদ ফাহিম নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন।

দল নিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া অনেক দূর যেতে চান,যদিও সরাসরি শিরোপার কথা তিনি ভাবতে পারছেন না, ‘আমাদের শিরোপা জেতা সহজ হবে না। ফেডারেশন কাপে ভালো ফল হয়নি। দলে অধিকাংশ খেলোয়াড় তরুণ।লিগে যত ওপরের দিকে থাকা যায় ততই ভালো।’

তরুণ ডিফেন্ডার রিয়াদুল হাসানও চ্যালেঞ্জ নিচ্ছেন, ‘আমরা লিগে ভালো করতে চাই। আমাদের মধ্যে সমন্বয় ভালো। দলের সবাই তরুণ খেলোয়াড়। আশা করছি আমরা শেষ সময় পর্যন্ত লড়াই করতে পারবো।’

সাইফ ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে পুলিশ এফসির কাছে হেরে বিদায় নিয়েছে। মালদ্বীপের কোচ মোহাম্মদ নিজামকে ব্যর্থতার কারণে বিদায় নিতে হয়েছিল। গতবার লিগে চতুর্থ হওয়া সাইফকে আরও  ওপরের দিকে নেওয়াটাই নতুন কোচের কাছে বড় চ্যালেঞ্জ।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!