X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বসুন্ধরাকে হারিয়ে মোহামেডানের চমক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২০, ১৯:৫৩আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৯:৫৩

কলিনদ্রেসের সঙ্গে বসুন্ধরাকেও আটকে দিয়ে জিতেছে মোহামেডান কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগের খেলা হবে কি না সংশয় ছিল। শেষ মুহূর্তে মাঠ সংস্কারের পর খেলা ঠিকই মাঠে গড়িয়েছে। তাতে হোম ভেন্যু হিসেবে অভিষেক হলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিংয়ের। আর নিজেদের মাঠে অভিষেক ম্যাচেই চমক দেখিয়েছে সাদা-কালো জার্সিধারীরা। বসুন্ধরা কিংসকে দিয়েছে হারের লজ্জা। নাইজেরিয়ান মিডফিল্ডার ওগুচুকু ওবি মনেকের একমাত্র গোলে তারা প্রথম হারের বিস্বাদ ‘উপহার’ দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। দিনের অন্য ম্যাচে শেখ জামাল ২-১ গোলে জিতেছে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে।

প্রথম ম্যাচেই কুমিল্লা স্টেডিয়ামে হাজার হাজার দর্শককে জয়ের আনন্দে ভাসিয়েছে। লিগে ৫ ম্যাচে তিন জয়, এক ড্রয়ের পাশে এক হারে বসুন্ধরার হাতে আছে ১০ পয়েন্ট। সমান ম্যাচ খেলে তিন জয় ও দুই হার মিলিয়ে মোহামেডানের সংগ্রহ ৯ পয়েন্ট।

চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে ৪ গোলে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল মোহামেডান। আর শনিবার শন লেনের দল কী অসাধারণভাবেই না ঘুরে দাঁড়ালো। হারিয়ে দিলো কিনা আপাত অবধ্য বসুন্ধরাকে!

ক্রিকেট পিচের কারণে মাঠ ঠিকমতো ফুটবলের উপযোগী হয়নি। তারপরেও খেলেছে দুই দল। পেশাদার ফুটবল লিগের সপ্তম ভেন্যু হিসেবে যাত্রা শুরু হলো শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের।

বসুন্ধরার শক্তির কাছে মোহামেডানের টিকে থাকার কথা নয়। কিন্তু তারপরও সমান তালে লড়েছে তারা। ম্যাচের ১৩ মিনিটে বুসন্ধরা এগিয়ে যেতে পারতো। বিশ্বকাপে খেলা তারকা কলিনদ্রেসের ক্রসে তৌহিদুল আলম সবুজ পা ছোঁয়াতে পারেননি।

২৪ মিনিটে জয়সচূক গোলটি পায় মোহামেডান। ওগুচুকু ওবি মনেক বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে পরাস্ত করেন গোলকিপার আনিসুর রহমান জিকোকে।

৩৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিতে পারতো মোহামেডান যদি সোলেমান দিয়াবাতের ক্রসে ইউসুফ সিফাত বক্সের ভেতর থেকে হেড করতে পারতেন।

বিরতির পর বসুন্ধরা গোল শোধ দিতে চেষ্টা কম করেনি। বদলি নেমে ফরোয়ার্ড রিমন হোসেন একাই দুটি সুযোগ নষ্ট করেছেন। ৫৬ মিনিটে প্রায় ফাঁকা পোস্টে শট নিতে পারেননি। ৭১ মিনিটে সতীর্থের দুর্দান্ত এক ক্রসে বলটা জায়গামতো পাঠাতে পারলেই গোল ছিল।

যোগ করা সময়ে ইব্রাহিমের পাস থেকে আর্জেন্টিনার দেলমন্তেও সুবিধামতো জায়গা থেকে গোল করতে পারেননি। পারেননি বলেই গতবারের চ্যাম্পিয়নদের হার মানতে হলো প্রথমবারের মতো।

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শেখ জামাল গাম্বিয়ান বালো ফামুসার জোড়া গোলে টানা তৃতীয় জয় পেয়েছে। ম্যাচের ১৪ মিনিটে প্রথম এগিয়ে যায় শফিকুল ইসলাম মানিকের দল। ফয়সাল আহমেদের থ্রু থেকে বালো ফামুসা নিঁখুত শটে বল জালে জড়ান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে নেয় শেখ জামাল। জাহিদ হোসেনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ওমর জোবের আড়াআড়ি ক্রসে টোকা মেরে লক্ষ্যভেদ করেন ফামুসা।

৮০ মিনিটে ফয়সাল আহমেদ গোল করে সাইফ স্পোর্টিংয়ের হয়ে ব্যবধান কমান। কিন্তু হার এড়াতে পারেননি। শেখ জামালের চার ম্যাচে ৯ পয়েন্ট। লিগে প্রথম হারের স্বাদ পাওয়া সাইফ স্পোর্টিংয়ের পাঁচ ম্যাচে ১০।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
টিম স্মার্টের প্রতি ঝোঁক বেসিস ভোটারদের
টিম স্মার্টের প্রতি ঝোঁক বেসিস ভোটারদের
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?