X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা কোচ বলছেন, এটা কেবল লিভারপুলের পক্ষেই সম্ভব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ১৯:১৩আপডেট : ১০ মার্চ ২০২০, ১৯:১৭

সংবাদ সম্মেলনে কথা বলছেন বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজন (বাঁয়ে) জাতীয় দলের একঝাঁক খেলোয়াড় তাদের তাঁবুতে। এছাড়া আছে বিশ্বমানের বিদেশি খেলোয়াড়। এরপরও এবারের প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের পথচলাটা মসৃণ হচ্ছে না। এই অবস্থাতে আবার তাদের অভিষেক হচ্ছে এএফসি কাপে। যদিও দলটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন পেছনে ফিরে তাকাতে চাইছেন না।

চ্যাম্পিয়ন হিসেবে প্রিমিয়ার লিগ শুরু করা বসুন্ধরা কিংস ৫ ম্যাচে পেয়েছে ১০ পয়েন্ট। একটি করে হার ও ড্র তাদের সঙ্গী। বাস্তবতা বুঝতে পারছেন না ব্রুজন। তার মতে, গত মৌসুমের পারফরম্যান্স দর্শক-সমর্থকদের মনে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে বসুন্ধরা। যদিও প্রত্যাশার চাপ অনুভব করছেন না তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে ছুটে চলা লিভারপুলকে উদাহরণ হিসেবে সামনে এনেছেন তিনি।

এএফসি কাপে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। ঘরের মাঠের এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রুজন বলেছেন, ‘গতবারের লিগ ও এই বছরের ফেডারেশন কাপ জেতার পর আমাদের ওপর প্রত্যাশা বেড়ে গেছে সবার। কিন্তু এটাও মানতে হবে, সপ্তাহের পর সপ্তাহ ধরে জেতাটা লিভারপুল ছাড়া আর কারও কাছে আশা করা যায় না।’

এএফসি কাপে শিষ্যদের কাছ থেকে আরও ভালো কিছু প্রত্যাশা করেন ব্রুজন, ‘শেষ মৌসুমে মার্কোস ও মতিন মিলে ৩০ গোল করেছিল। তাদের আমরা মিস করছি। আমাদের ওপরের দিকে ভালো খেলোয়াড় আছে। তবে ফিনিশিং ভালো করতে হবে।’ সঙ্গে যোগ করলেন, ‘আমাদের প্রতিআক্রমণ ও সেট পিসে সমস্যা হচ্ছে। সেটা সমাধান করে মাঠে প্রমাণ করতে হবে। আশা করছি এএফসি কাপে দল ভালো করবে। আগামীকালের (বুধবার) খেলাতে তার প্রতিফলন দেখা যাবে বলে আমার বিশ্বাস।’

বসুন্ধরায় চোটের হানা। ডিফেন্ডার আতিকুর রহমান ফাহাদ ও সুশান্ত ত্রিপুরা, মিডফিল্ডার মাশুক মিয়া জনি ও ইমন মাহমুদ এবং ফরোয়ার্ড মতিন মিয়া ইনজুরিতে। যদিও অন্যদের ওপর আস্থা রাখছেন স্প্যানিশ কোচ, ‘আমাদের কয়েকজন ইনজুরিতে থাকলেও অন্যরা খারাপ নয়। এখানে অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই। আশা করছি কাল ভালো ম্যাচ হবে।’

আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নার বার্কোসকে এই ম্যাচে পেয়ে উচ্ছ্বসিত তিনি, ‘আমাদের এমন একজন দরকার যে বক্সের ভেতরে থেকে সুযোগ কাজে লাগাতে পারবে। বার্কোস যোগ দিয়েছে, সে বিশ্বমানের খেলোয়াড়। অনুশীলনে তাকে ভালো মনে হচ্ছে। সে আসায় আমাদের আক্রমণভাগে শক্তি বেড়েছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা