X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

স্পেনের প্রধানমন্ত্রীর ঘোষণা, ৮ জুন ফিরছে লা লিগা

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২০, ২০:২৮আপডেট : ২৩ মে ২০২০, ২০:৩৬

অনুমতি মিললো লা লিগা ফেরার দুই সপ্তাহ আগে অনুশীলনে ফিরেছে লা লিগার ক্লাবগুলো। শুরুতে হয়েছে একক অনুশীলন, আর গত সপ্তাহ থেকে চালু করেছে দলীয় অনুশীলন। সব মিলিয়ে মাঠের ফুটবলে ফেরার জোর প্রস্তুতিই চলছিল। এবার সরকার থেকেও মিলে গেল সবুজ সংকেত। ৮ জুন থেকে লা লিগা ফের শুরুর অনুমতি দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

করোনাভাইরাসের থাবায় বন্ধ হয়ে গিয়েছিল ইউরোপিয়ান সব ফুটবল। প্রাণঘাতী ভাইরাসের ধাক্কা সামলে ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সবার আগে ফুটবলে ফিরেছে বুন্দেসলিগা। ১৫ মে শুরু হয়েছে জার্মান লিগ। লা লিগাও প্রস্তুত হচ্ছিল মাঠে ফেরার। সম্ভাব্য সূচি হিসেবে ১২ জুনের কথা শোনা যাচ্ছিল স্প্যানিশ মিডিয়ায়। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস নাকি সেভিয়া-রিয়াল বেতিসের ‘সেভিয়ে ডার্বি’ দিয়ে ফের শুরুর পরিকল্পনা সাজিয়েছিলেন ২০১৯-২০ মৌসুম।

যদিও সেজন্য দরকার ছিল সরকারের সবুজ সংকেত। আজ (শনিবার) স্প্যানিশ প্রধানমন্ত্রী লা লিগা সভাপতির পরিকল্পনার আরও আগেই অনুমতি দিলেন খেলা শুরুর। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় লা লিগাসহ অন্যান্য কাজকর্ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে স্পেন।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘যা করা উচিত, স্পেন সেটাই করবে। এই নতুন দিগন্ত এখন সবার জন্য উন্মুক্ত। সময় এসেছে অনেক দৈনন্দিন কাজকর্ম পুনরায় চালু করার। ৮ জুন থেকে ফুটবলে ফিরবে লা লিগা।’ সরকার থেকে অনুমতি মিললেও লিগ শুরুর চূড়ান্ত দিনক্ষণ এখনও নিশ্চিত করেনি লা লিগা কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি স্পেন। প্রাণঘাতী ভাইরাসে মারা গেছে ২৮ হাজার ৬২৮ জন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৫ হাজারের কাছাকাছি। দুঃসময় থেকে ঘুরে দাঁড়িয়ে স্পেন ফিরছে স্বাভাবিক অবস্থায়।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা