X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শঙ্কামুক্ত মেসি, যাচ্ছেন লিসবন

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২০, ২৩:০৫আপডেট : ১১ আগস্ট ২০২০, ২৩:০৫

শঙ্কামুক্ত মেসি, যাচ্ছেন লিসবন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো উতরে গেলো বার্সেলোনা, এরপরও স্বস্তিতে থাকতে পারলো না ক্লাব ও সমর্থকরা। কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির খেলা নিয়ে যে জমাট বাঁধলো শঙ্কার মেঘ! তবে সব শঙ্কা দূর দিগন্তে মিলিয়ে দিলো আজকের (মঙ্গলবার) অনুশীলন। কোনও সমস্যা ছাড়াই পুরো দলের সঙ্গে অনুশীলন করেছেন মেসি। লিসবনে যাওয়া নিয়ে তাই কোনও সমস্যা থাকলো না আর্জেন্টাইন অধিনায়কের।

ঘরের মাঠের ফিরতি লেগে নাপোলির বিপক্ষে ৩-১ গোলে জিতে ৪-২ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পের এই ম্যাচে একটি গোলও করেছেন মেসি। কিন্তু ইতালিয়ান ক্লাবটির ডিফেন্ডার কালিদু কোলুলিবেলি লাথি সরাসরি তার পায়ে আঘাত করলে অনেকক্ষণ মাঠে পড়ে ছিলেন মেসি। ব্যথা নিয়ে ম্যাচের বাকি অংশ খেললেও বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার খেলা নিয়ে জন্মে শঙ্কা। তবে পুরো দলের সঙ্গে অনুশীলন করে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী জানিয়ে দিলেন, তিনি পুরোপুরি ফিট।

করোনার কারণে এবারের চ্যাম্পিয়নস লিগের ফরম্যাট পাল্টে গেছে। হোম অ্যান্ড অ্যাওয়ের বদলে পর্তুগালের রাজধানী লিসবনে হবে আট দলের ‘মিনি টুর্নামেন্ট’। নকআউট পদ্ধতির লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার সামনে অপ্রতিরোধ্য বায়ার্ন। ঘরোয়া ডাবল জেতার পর তারা ত্রিমুকুটের পথে। অন্যদিকে সব হারানো কাতালানদের সামনে চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ।

তবে শেষ আটেই তাদের পড়তে হচ্ছে কঠিন পরীক্ষার সামনে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মেসিকে অনুশীলনে পাওয়া কিকে সেতিয়েনের জন্য স্বস্তির খবর। সোমবার দলের ছুটি থাকলেও আর্জেন্টাইন অধিনায়ক অনুশীলন গ্রাউন্ডে এসেছিলেন তার অ্যাঙ্কেলের চিকিৎসা করাতে।

আজ আরেকটি সুখবর এসেছে বার্সেলোনার। উয়েফার বাধ্যতামূলক পিসিআর পরীক্ষায় উতরে গেছেন বার্সেলোনার সব খেলোয়াড়। লিসবনে পৌঁছানোর পর বায়ার্ন ম্যাচের একদিন আগে আরেকটি পরীক্ষা হবে তাদের।

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে আগামী শুক্রবার রাতে জার্মান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের কাছে লা লিগা হারানো বার্সেলোনা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী