X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মেসি-রোনালদো-গার্দিওলা-ক্লপ, সবাইকে চান লা লিগা সভাপতি

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২০, ১৫:২৪আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৫:২৬

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস গত মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। অনেক জলঘোলার পর থেকে গেছেন তিনি। তবে চলতি মৌসুম শেষে চুক্তির শেষ হতে যাওয়া আর্জেন্টাইন তারকার ন্যু ক্যাম্পে না থাকার সম্ভাবনাই বেশি। কেননা কয়েকদিন আগেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বার্সেলোনার সবকিছুতেই সমস্যা হয়ে দাঁড়িয়েছেন তিনি। শেষ পর্যন্ত মেসি যদি লা লিগা ছেড়ে চলেই যান, তাহলে?

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস মোটেও শঙ্কিত নয়। কোনও একজন খেলোয়াড় দল কিংবা লিগের উন্নতিতে সাহায্য করে, কিন্তু কেউ অবিচ্ছেদ্য অংশ নয় বলে মনে করেন তিনি। যদিও তার বিশ্বাস, মেসি থাকবেন বার্সেলোনায়। শুধু আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নয়, তেবাস চান তার লিগে ক্রিস্টিয়ানো রোনালদো, জোসে মরিনিয়ো, পেপ গার্দিওলরা, ইয়ুর্গেন ক্লপ- সবাই আসুন।

গত মৌসুমে ভরাডুবির পর এবারও লা লিগায় ভালো নেই বার্সেলোনা। মেসিকেও ঠিক ‍খুঁজে পাওয়া যাচ্ছে না। বার্সেলোনায় যে সময়টা তার ভালো যাচ্ছে না, মাঠের খেলায় তার স্পষ্ট ছাপ। তাছাড়া স্প্যানিশ মিডিয়ায় শোনা যাচ্ছে, জানুয়ারিতেই মেসির জন্য প্রস্তাব করতে পারে ম্যানচেস্টার সিটি।

এই অবস্থায় মেসির বার্সেলোনায় থাকার সম্ভাবনা কতটুকু, সেই প্রশ্নটাই এসেছিল তেবাসের কাছে। ওয়ার্ল্ড ফুটবল সামিটে অংশ নেওয়া লা লিগা সভাপতি বলেছেন, ‘আমি চাই মেসি লা লিগায় থাকুক, যেমনটা আমি চাই মরিনিয়ো, গার্দিওলা, ক্লপ, ক্রিস্টিয়ানো রোনালদোকে... এরা সবাই বেড়ে উঠতে সাহায্য করে। তার মানে এটা নয় যে, তারা অপরিহার্য। লোকজন যেমনটা বলে, তারা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়। নেইমার চলে গেছে। প্রত্যেকটা দলের একেকটা কৌশল থাকে, সেই অনুযায়ী খেলোয়াড়রা সাহায্য করে, তবে তারা অপরিহার্য নয়।’

তবে তেবাস ঠিকই চাইছেন, ‘আশা করছি মেসি, যে কিনা বিশ্বের সেরা খেলোয়াড়, এখানেই (লা লিগা) ক্যারিয়ার শেষ করবে। আমি এটা সবসময়ই বলি: আমি চাই মেসি লা লিগায় থাকুক, যেমনটা চাই ক্রিস্টিয়ানো রোনালদো, মরিনিয়ো, ক্লপ, গার্দিওলাকে... আমি সবসময় সেরাটা চাই।’

মেসি না থাকলে লা লিগার বড় তারকা কে হতে পারেন? তেবাস নির্দিষ্ট কাউকে বাছলেন না, ‘স্পেনে গ্রিজমানের দলবদলটা অন্যতম বড় ঘটনা। পিএসজি ছাড়াও প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাবের আগ্রহ ছিল। কুতিনিয়ো কিংবা ডেম্বেলে কেউই ক্লিক করতে পারেনি। রিয়াল মাদ্রিদে বেনজেমা, ইউরোপের অন্যতম বড় তারকা। দেখা যাক, হরলান্ড আগামী বছর কোথায় থাকে।’   

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবিক গুণাবলি অর্জন ছাড়া শিক্ষা মূল্যহীন: আতিকুল ইসলাম
মানবিক গুণাবলি অর্জন ছাড়া শিক্ষা মূল্যহীন: আতিকুল ইসলাম
‘সরকারের অতি সুবিধাভোগীদের’ ইজ্জত রক্ষা করতে বললেন ইসি রাশেদা
‘সরকারের অতি সুবিধাভোগীদের’ ইজ্জত রক্ষা করতে বললেন ইসি রাশেদা
‘কমিউনিকেশান অ্যাসোসিয়েশানের’ আহ্বায়ক কমিটি গঠন
‘কমিউনিকেশান অ্যাসোসিয়েশানের’ আহ্বায়ক কমিটি গঠন
দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি
দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ