X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে কোচকে লাল কার্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ০৫:৩৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০৫:৩৩

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ গড়াবে ঢাকার আশেপাশের স্টেডিয়ামেও। সেই হিসেবেই এবার ভেন্যু হয়েছে মুন্সীগঞ্জ। জেলা স্টেডিয়ামে রবিবার বিকাল ৩ টায় এখানেই  মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের মুখোমুখি হয়েছিল মতিঝিলপাড়ার আরামবাগ। তবে শেষ হাসি হাসতে পেরেছে মুক্তিযোদ্ধাই। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দ্বিতীয়ার্ধে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা। আরামবাগ এফসি তো হেরেছেই সঙ্গে খুইয়েছে তাদের ভারতীয় কোচকেও।  আর এই খেলার মধ্য দিয়ে জেলার বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা মতিউর রহমান স্টেডিয়ামের হলো অভিষেক।

এদিন খেলার প্রথম পর্ব ছিল গোল শূন্য। বেশ কয়েকবার দুদলই বিক্ষিপ্ত আক্রমণ রচনা করলেও সফল হতে পারেনি কেউই। তবে দ্বিতীয় পর্বে লক্ষ্যবেদ করে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র। সুযোগ কাজে লাগিয়ে আগুয়ান রয়েল বল ঠেলে দেন পোস্টে। গোলকিপারকে ফাঁকি দিয়ে বল চলে যায় কাঙ্ক্ষিত লক্ষে। আর তারপরই মাঠে তৈরি হয় খানিকটা উত্তেজনা। আরামবাগ ক্রীড়া চক্রের ইন্ডিয়ান কোচ চন্দন বলবীর রাথড় রেফারির সঙ্গে উত্তেজিত আচরণ করেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখিয়ে বের করে দেন রেফারি। 

বাংলাদেশের ফুটবলে লিগের সর্বোচ্চ আসরকে ঘিরে করোনার মধ্যেও স্থানীয় দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। আর নিরাপত্তাসহ সব বিষয়ে এখানে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই আসরটিকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদিদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

মহামারি করোনায় ১২তম আসর পরিত্যক্ত ঘোষণার পর ঘরোয়া ফুটবল আসর আবার মাঠে গড়িয়েছে ১৩ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ১৩তম আসরটি হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে মুন্সীগঞ্জ স্টেডিয়াম ছাড়াও গাজীপুরের টঙ্গী আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম, কুমিল্লার শহীদ ধীরেদ্রনাথ দত্ত স্টেডিয়াম এবং ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে মোট খেলা থাকবে ১৫৬টি। এরমধ্যে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের ৩ টি ও দ্বিতীয় রাউন্ডে ২টি ম্যাচ। এরপর পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে একটি করে প্রায় ছয় মাস খেলা চলবে। ফুটবল লীগের সর্বোচ্চ আসরকে ঘিরে মুন্সীগঞ্জের মাঠ সরব থাকবে স্থানীয় ক্রীড়ামোদিদের কাছে এটা বিশাল পাওয়া।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার