X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান না খেললে ‘বিকল্প’ আছে বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২১, ২২:৪৭আপডেট : ০৩ মার্চ ২০২১, ২২:৪৭

আগামী ২৫ মার্চ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। যদিও ভেন্যু জটিলতায় ঝুলে গেছে ম্যাচটি। কোভিডসহ আরও কিছু কারণে আফগানিস্তান এই সময়ে সিলেটে খেলতে চাইছে না। তবে বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে। ২০২২ কাতার বিশ্বকাপ বছাইয়ের এই ম্যাচটি শেষ পর্যন্ত ২৫ মার্চ খেলা না হলে ‘বিকল্প’ ভেবে রেখেছে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা ছিল নেপালের। কিন্তু ম্যাচটি হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় নেপাল চাইছে একটি চারজাতির প্রতিযোগিতা তাদের মাঠে আয়োজন করতে। আগামী ২০ থেকে ৩০ মার্চ ফিফা আন্তর্জাতিক উইন্ডোর মধ্যে এই প্রতিযোগিতা হতে পারে। বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম, কম্বোডিয়া ও শ্রীলঙ্কাসহ আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। বাংলাদেশ এরই মধ্যে খেলার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে তাদের।

আনফা সভাপতি কারমা সিড়িং শেরপারের বরাত দিয়ে নেপালের এক ক্রীড়া সাংবাদিক বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ার ম্যাচটি স্থগিত হওয়ায় আনফা চারজাতি ফুটবল প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তারা বাংলাদেশের কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছে। অন্য দেশগুলো এখনও সাড়া দেয়নি।’

এখন অন্য দেশগুলো সেভাবে সাড়া না দিলে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজও হতে পারে সামনের ফিফা উইন্ডোতে।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকেও বেশ ইতিবাচক মনে হয়েছে নেপালে খেলার প্রস্তাবে, ‘সত্যিকার অর্থে এই ধরণের একটা প্রস্তাব এসেছে। নেপালের সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল, যেটি স্থগিত হয়েছে। নেপাল জানে আমাদের খেলা যদি স্থগিত হয় আমরাও ফিফা উইন্ডোতে খেলতে চাই। নেপাল একটা উদ্যোগ নিয়েছে চারজাতি ফুটবল করা যায় কিনা। সেই প্রস্তাব ধরে কোচিং স্টাফদের সঙ্গে বসেছিলাম। তাদের অভিমত জানার জন্য। নাবিল সাহেবের (বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ) সঙ্গেও আলোচনা হয়েছে। আমরা যখন চিন্তা করলাম এটা যদি হয়, তাহলে সুযোগ নিতে পারি।’

সঙ্গে বাফুফে সভাপতি এটাও বলে রাখলেন, ‘তবে আফগানিস্তানের সঙ্গে খেলাটা এখনও ঝুলে আছে। ওটা এখনও শতভাগ নেতিবাচক কিংবা ইতিবাচক কিছু হয়নি। চূড়ান্ত কিছু হলে আপনাদের জানানো হবে।’

জাতীয় দলের প্রধান কোচ জেমি ডেও খেলতে প্রস্তুত, ‘আমিও শুনেছি নেপালে আন্তর্জাতিক ম্যাচ হতে পারে। গত অক্টোবর থেকে ছেলেরা খেলার মধ্যে আছে। এখন মার্চে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হলে আমরা খেলার জন্য প্রস্তুত।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি