X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এল ক্লাসিকোর উত্তাপ বাড়িয়ে দিলেন পিকে-রবের্তো

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২১, ২১:২১আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:২১

একজন ৩ মার্চের পর খেলোননি কোনও ম্যাচ, অন্যজন ছিলেন দুই মাস মাঠের বাইরে। এরপরও আলোচনায় দুটি নাম- জেরার্দ পিকে ও সের্হি রবের্তো। লম্বা সময় মাঠের বাইরে থাকলেও বার্সেলোনার এল ক্লাসিকো স্কোয়াডে আছেন দুজনই। শনিবারের মহারণের আগে তাদের দলে ফেরার খবরটি এল ক্লাসিকোর ‍উত্তাপ বাড়িয়ে দিয়েছে আরও।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় মাদ্রিদের আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। গত একমাস হাঁটুর চোটের সঙ্গে লড়াই করায় পিকের এল ক্লাসিকোতে না থাকার গুঞ্জনই শোনা গিয়েছিল বেশি। তাছাড়া যেহেতু ৩ মার্চের পর আর কোনও ম্যাচ খেলেননি, তাই গুরুত্বপূর্ণ লড়াইয়ে তাকে দলে রাখা হবে কিনা, সেটা নিয়েও ছিল প্রশ্ন। তবে রোনাল্ড কোম্যানের ঘোষিত ক্লাসিকো স্কোয়াডে আছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

স্প্যানিশ ফুটবলের সামান্য খোঁজ-খবরও যারা রাখেন, তাদের অজানা থাকার কথা নয় এল ক্লাসিকোতে পিকের প্রভাব কতটা। এমনিতেই বার্সাকে সবসময় উজ্জীবিত করে রাখেন, সেখানে রিয়ালের বিপক্ষে লড়াই হলে আরও বেশি প্রভাবক হিসেবে কাজ করেছেন এই ডিফেন্ডার। তাই তার স্কোয়াডে থাকার খবরটা বার্সেলোনা সমর্থকদের জন্য সুসংবাদ।

এদিকে রাইটব্যাক রবের্তোর ফেরাটাও স্বস্তির। ঊরুর সমস্যায় দুই মাস মাঠের বাইরে ছিলেন তিনি। তবে লা লিগার গুরুত্বপূর্ণ সময়ে হাইভোল্টেজ ম্যাচের আগে তিনি ফিরেছেন দলে। রিয়ালের জন্য অবশ্য ভালো খবর নেই। চোটের কারণে এল ক্লাসিকোতেও খেলতে পারছেন না এডেন হ্যাজার্ড।

পিকে-রবের্তোর দলে ফেরাটা বার্সেলোনার জন্য কতটা স্বস্তির, সেটা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়ে গেছেন কোচ কোম্যান, ‘তাকে (পিকে) পাওয়াটা গুরুত্বপূর্ণ, কারণটা হলো তার মান ও ব্যক্তিত্ব। তাদের (পিকে ও রবের্তো) ছন্দে হয়তো কিছুটা ঘাটতি থাকতে পারে, তবে শারীরিকভাবে ভালো আছে এবং মুখিয়ে আছে।’

পিকে যদি শতভাগ ফিট না থাকেন, তাহলেও কি তাকে খেলানো হবে? কোম্যান বললেন, ‘খেলার পরিস্থিতির ওপর নির্ভর করছে। আমরা কাজ হলো সেরা একাদশ নামিয়ে ইতিবাচক ফল নিয়ে আসা।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা