X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের নাগরিকত্বে আগ্রহী আরেক নাইজেরিয়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২১, ১৬:০৬আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৬:৫৬

কয়েকদিন আগে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন ‘নাইজেরিয়ান স্ট্রাইকার’ এলিটা কিংসলে। বসুন্ধরা কিংসের হয়ে প্রিমিয়ার লিগে মাঠে নামার অপেক্ষায় তিনি। এছাড়া লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর স্বপ্নের কথা আগেই জানিয়ে রেখেছেন কিংসলে। তার পথ ধরে আরও এক আফ্রিকান বাংলাদেশের নাগরিকত্ব পেতে আগ্রহী। তিনি আবাহনীর নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা।

তবে কিংসলে বাংলাদেশের মেয়ে বিয়ে করে এখানেই বসতি গড়েছেন। সেই সূত্রে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন। সানডের বিষয়টা অবশ্য ভিন্ন। দেশের ক্লাব ফুটবলে খেলছেন ১০ বছরের বেশি সময় ধরে। এরমধ্যে আবাহনীতেই খেলছেন সেই ২০১৫ সাল থেকে। সেই হিসাবে তার এখানে টানা পাঁচ বছর কেটে গেছে। তাই ফিফার নিয়ম অনুযায়ী, টানা খেলে গেলে অন্য কোনও সমস্যা না থাকলে তার নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকবে।

সানডে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাংলাদেশ থেকে যদি আমাকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, তাতে আমার আগ্রহ আছে। এলিটা কিংসলে পেয়েছে। আমার নাগরিকত্ব নিতে সমস্যা নেই। বাংলাদেশ দলে খেলার আগ্রহ আমার আছে। তবে প্রস্তাবটা এখান থেকেই আসতে হবে।’

তবে বাংলাদেশের নাগরিকত্ব পেতে হলে নাইজেরিয়ার নাগরিকত্ব আগে ছাড়তে হবে। সানডে যদিও বলছেন, ‘বাংলাদেশ থেকে প্রস্তাব পেলে তখন সেটা বিবেচনা করবো। আগে প্রস্তাব আসুক।’

২০১১-১২ মৌসুমে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র দিয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে সানডের শুরু। এরপর শেখ জামাল ও আবারও মুক্তিযোদ্ধায় খেলেছেন ৩১ বছর বয়সী স্ট্রাইকার। মাঝে এক মৌসুম ভারতের চার্চিল ব্রাদার্সে কাটিয়ে ২০১৫ থেকে আবাহনীতে খেলছেন। আকাশি-নীল জার্সিতে ৫৬ ম্যাচে করেছেন ৪০ গোল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম পর্বে খেলতে পারেননি সানডে। ব্রাজিলিয়ান তোরেসকে বিদায় করে তাকে আবারও এনেছে আবাহনী। এবার দ্বিতীয় পর্বের জন্য নিজেকে শানিত করে যাচ্ছেন তিনি, ‘তারা (আবাহনী) আমাকে মিস করেছে। আমিও তাদের মিস করেছি। এই সময়ে অনেক ক্লাব থেকে অফার পেয়েছি, কিন্তু যাইনি। এখন এই ক্লাবে আসতে পেরে আমি খুশি।’

খেলার মধ্যে না থাকলেও অনুশীলন করে গেছেন এই স্ট্রাইকার। প্রিমিয়ার লিগের আগে এএফসি কাপে দলের হয়ে গোল করার লক্ষ্য তার। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার কথাও শুনিয়েছেন সানডে।

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী