X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জামালের মতো জয়ের স্বপ্ন জেমি ডের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২১, ১৯:২০আপডেট : ১৭ মে ২০২১, ১৯:২০

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবলারদের অনুশীলন শুরু হয়েছে আজ। প্রথম দিনেই জামাল-সুফিলদের দিকনির্দেশনা দিয়েছেন জাতীয় দলের কোচ জেমি ডে। কোয়ারেন্টিন পর্ব শেষ করে শুরুর দিকেই কাজ করার সুযোগ পেয়েছেন এই ইংলিশ কোচ। 

মূলত আসন্ন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে তিনটি ম্যাচ খেলার লক্ষ্যেই শুরু হয়েছে এই ঘাম ঝরানো। ক্যাম্পে যোগ দিয়ে গতকাল অধিনায়ক জামাল ভূঁইয়া জয়ের প্রত্যাশার কথা বলেছিলেন। তার মতো এবার জয়ের স্বপ্ন দেখছেন জেমি ডেও।

অনুশীলন শেষে বাংলাদেশ ফুটবল দলের কোচ বলেছেন, ‘আমরা তিনটি ম্যাচেই জয়ের জন্য খেলার চেষ্টা করবো। জানি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে। তবে জয় পেতে হলে সবাইকে সেরা খেলাটা খেলতে হবে। পারফরম্যান্স ১০/১০ হতে হবে। এর চেয়ে কম হলে তখন হয়তো ড্র হলেও হতে পারে। '

ঈদের ছুটি কাটিয়েই অনুশীলনে যোগ দিয়েছেন খেলোয়াড়রা। এতদিন পর শিষ্যদের ফিটনেস দেখে সন্তুষ্ট হয়েছেন কোচ, ‘ওরা এমনিতে খেলার মধ্যে ছিলো। মাঝে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছে। আমার মনে হয় ফিটনেস নিয়ে কোনও সমস্যা হবে না। সবাই ফিটই আছে। সামনের দিনগুলোতে সবার ফিটনেস লেভেল আরও ভালো হবে।'

জেমির প্রথম অনুশীলনের দিন উপস্থিত ছিলেন ৩২জন খেলোয়াড়। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ চোটের কারণে নেই। এই অবস্থায় নতুন কাউকে ডাকা হবে না বলেই জানালেন জেমি ডে, ‘ঢাকায় হয়তো আর পাঁচ-ছয় দিন অনুশীলন হবে। আপাতত আর কাউকে ডাকা হবে না। আশা করছি, বিশ্বনাথ সুস্থ হয়ে ফিরে আসবে।’ 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম
লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম
গরমে বিপণন বিভাগের মাঠ পর্যায়ের কর্মীর মৃত্যু
গরমে বিপণন বিভাগের মাঠ পর্যায়ের কর্মীর মৃত্যু
মরিশাসের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
মরিশাসের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা