X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মেসির জার্সি অবসরে পাঠাতে বললেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২১, ২২:০৮আপডেট : ২৭ জুলাই ২০২১, ২২:০৮

লিওনেল মেসির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। স্প্যানিশ মিডিয়ার খবর, বার্সেলোনাতেই থাকছেন আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু এখনও আসেনি আনুষ্ঠানিক ঘোষণা। তবে তার একসময়কার বার্সেলোনা সতীর্থ রোনালদিনহোর বিশ্বাস মেসি ন্যু ক্যাম্পেই থাকবেন। আর যখন কাতালান ক্লাবকে বিদায় বলবেন মেসি, তখন বার্সেলোনাকে তার ১০ নম্বর জার্সি অবসরে পাঠাতে বললেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।

গত জুনে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে মেসির। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এখন ফ্রি এজেন্ট। চাইলে যেকোনও দল তাকে ফ্রিতে দলে ভিড়াতে পারবে। যদিও আর্জেন্টাইন তারকা নাকি ন্যু ক্যাম্পেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা এসে যাবে বলে খবর স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর।

তবে উৎকণ্ঠার শেষ নেই মেসি ও বার্সেলোনা ভক্তদের। যদিও রোনালদিনহো দুশ্চিন্তার কিছু দেখছে না। একসময় বার্সেলোনার জার্সিতে মাঠ মাতানো এই প্লে মেকারের মতে, মেসি বার্সেলোনাতেই থাকবেন। এই তারকার সংস্পর্শে থেকেই বার্সেলোনার ড্রেসিং রুমে নিজেকে মানিয়ে নিয়েছিলেন এ মাসেই জাতীয় দলের জার্সিতে প্রথমবার ট্রফি জেতা মেসি।

এক সংবাদমাধ্যমকে রোনালদিনহো বলেছেন, ‘মেসি থাকছে (বার্সেলোনায়)।’ তার এই বিশ্বাসের কারণ কাতালান ক্লাবের প্রতি মেসির ভালোবাসা ও কৃতজ্ঞতাবোধ। তাছাড়া বরাবরই যেহেতু মেসি বলে এসেছেন তিনি বার্সেলোনায় অবসর নিতে চান, সেটাও আমলে নিয়েছেন রোনালদিনহো।

ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি যেহেতু ধরেই নিয়েছেন মেসি বার্সেলোনায় থাকবেন, তাই অবসরটাও দেখছেন ন্যু ক্যাম্পে। সেই হিসাব কষে রোনালদিনহো অনেকদিন ধরে আলোচনায় থাকা কথাটা নতুন করে সামনে আনলেন। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী বার্সেলোনা ছাড়লে, তার ১০ নম্বর মেরুন-নীল জার্সি যেন অবসরে ‍পাঠিয়ে দেওয়া হয়।

ব্রাজিলিয়ান গ্রেটের দাবি, ‘সে (মেসি) অবসর নিলে, যেটা আমি অনেকদিন ধরে আশা করে আছি, সে তার ১০ নম্বর জার্সি ছেড়ে যাবে এবং সেটা পরে কেউ আর খেলতে পারবে না। অবসরে পাঠিয়ে দিতে হবে জার্সিটি।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার