X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ভেঙে পড়লো রিয়ালের রক্ষণ-দেয়াল!

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২১, ২১:৪০আপডেট : ২৮ জুলাই ২০২১, ২১:৪১

দেয়াল বলতে যা বোঝায়, রক্ষণভাগে তাই ছিলেন দুজন। কত সব জয়ের কারিগর তারা। ফুটবলে ডিফেন্ডারদের খুব একটা প্রশংসার জায়গা থাকে না, তবে সের্হিয়ো রামোস ও রাফায়েল ভারান একসঙ্গে মাঠে যা করেছেন, তা অনন্য। রিয়াল মাদ্রিদের ২০১৪ থেকে ২০১৮ সালে জেতা চার চ্যাম্পিয়নস লিগে রক্ষণভাগে তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু আগামী মৌসুম এই জুটিকে আর দেখা যাবে না একসঙ্গে। বলা ভালো, তাদের কাউকেই আর পাচ্ছে না রিয়াল!

সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে পাড়ি জমিয়েছেন রামোস। আর এখন ম্যানচেস্টার ইউনাইটেডের পথে ভারান। চুক্তির আনুষ্ঠানিকতা এখনও হয়নি। তবে ইংলিশ ক্লাবটি ঘোষণা দিয়েছে, ফরাসি ডিফেন্ডারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তারা। মেডিক্যাল পর্ব শেষ হলেই ম্যানইউয়ের খেলোয়াড় হয়ে যাবেন ভারান।

তার মানে, গত এক দশক ধরে রক্ষণে দেয়াল হয়ে ছিলেন যারা, সেই রামোস ও ভারান দুজনকে একসঙ্গে বিদায় জানিয়ে দিলো রিয়াল। এ তো একরকম রক্ষণ-দেয়াল ভেঙে যাওয়াই! রামোস যখন পিএসজিতে পাড়ি দিলেন, তখন ভাবা হচ্ছিল লস ব্লাঙ্কোদের রক্ষণের নেতা হচ্ছেন এবার ভারান। কিন্তু গ্রীষ্মের দলবদলে ফরাসি তারকাও ছেড়ে যাচ্ছেন সান্তিয়াগো বার্নাব্যু।

হ্যাঁ, রিয়াল ইতিমধ্যে দলে ভিড়িয়েছে ডেভিড আলাবাকে। এই অস্ট্রিয়ানের সঙ্গে এদের মিলিতাও হয়তো জুটি বাঁধছেন রক্ষণে। কিন্তু নতুন কোচ কার্লো আনচেলোত্তি দ্বিতীয় দফায় বার্নাব্যুতে ফেরার শুরুতে যে মোটেও স্বস্তিতে নেই, এ কথা বলে দেওয়াই যায়।

কেন? পরিসংখ্যানে চোখ দিন। রামোস ও ভারানের মতো পরীক্ষিত জুটি চলে যাওয়ার ধাক্কা কাটিয়ে ওঠা মোটেও সহজ কাজ নয়। তাছাড়া এই দুজন রক্ষণে থাকা মানে রিয়ালের সাফল্যের ভেলায় ভেসে যাওয়া। ২০১১ সালের নভেম্বরে তারা জুটি বাঁধার পর ২০১৮ সালে রিয়ালের চ্যাম্পিয়ন লিগ জেতা পর্যন্ত রামোস-ভারান জুটি একসঙ্গে কেবল একটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ হেরেছেন।

২-১ গোলে হারটি এসেছিল ২০১৭ সালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে। যদিও প্রথম লেগ ৩-০ গোলে জেতায় ফাইনালে উঠতে কোনও সমস্যা হয়নি রিয়ালের। মহাদেশীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বে লস ব্লাঙ্কোস যখন বরুসিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস ও টটেনহামের বিপক্ষে ভুগেছিল, তখন রামোস ও ভারান একসঙ্গে ছিলেন না রক্ষণে।

এই দুই ডিফেন্ডার একসঙ্গে খেলা ৪৪ চ্যাম্পিয়নস লিগে হেরেছেন মাত্র দুটিতে। জিতেছেন ৩১টিতে আর ড্র ১১ ম্যাচে। সেই জুটির আলাদা হয়ে যাওয়ার ধাক্কা কাটিয়ে উঠবে কী, ভারানও বিদায় বলায় রক্ষণ-দেয়াল একেবারে ভেঙেই পড়লো রিয়ালের!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে