X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

রোনালদোকে ‘প্রতিদিনই’ ফ্রান্সে আসতে বলছেন তিনি

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২১, ১৫:১৬আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৫:২১

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ফরাসি ক্লাবটি এমনিতেই ছিল শক্তিশালী, আর্জেন্টাইন ফরোয়ার্ডের আগমনে এখন অপ্রতিরোধ্য দল হিসেবে নিজেদের জানান দিচ্ছে। ইউরোপের বড় ক্লাবগুলো তাদের ভয়ংকর আক্রমণ ঠেকাতে নিশ্চিতভাবেই ভাবছে। তবে সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে ফরাসি ক্লাবগুলো। বর্তমান লিগ ওয়ান চ্যাম্পিয়ন লিলের শিরোপা ধরে রাখার পথটা যেমন আরও কঠিন হয়ে উঠবে। যদিও দলটির ডিফেন্ডার জোসে ফন্তে পিএসজিকে সামলাতে ক্রিস্তিয়ানো রোনালদোকে ডাকছেন ফ্রান্সে!

একসময় মেসি ও রোনালদোর দ্বৈরথ ছিল ভীষণ উপভোগ্য। মেসি বার্সেলোনায় আর রোনালদো রিয়াল মাদ্রিদে থাকায় তাদের ব্যক্তিগত লড়াই হতো জমজমাট। সেই উপভোগ্য দ্বৈরথ আবার ফিরিয়ে আনায় চেষ্টায় লিলের পর্তুগিজ ডিফেন্ডার ফন্তে। পর্তুগালে রোনালদোর সঙ্গে খেলার কারণে বন্ধুত্ব সম্পর্কটা তাদের গাঢ়। তাই মেসি প্যারিসে যোগ দেওয়ায় তিনি ‘অস্ত্র’ হিসেবে রোনালদোকে ডাকছেন লিলে।

সাবেক রিয়াল মাদ্রিদ উইঙ্গার এখন জুভেন্টাসে। তুরিনের ক্লাবটি ছেড়ে তারও পিএসজিতে যোগ দেওয়ার গুঞ্জন ছিল। যদিও নতুন মৌসুমে খুব সম্ভবত জুভেন্টাস ছেড়ে যাচ্ছেন না তিনি। তবে ফন্তে আশা হারাচ্ছেন না। প্রতিদিনই লিলে আসার জন্য তিনি মেসেজ করছেন রোনালদোকে। যদিও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর উত্তরও পাল্টাচ্ছে না। ফন্তের মেসেজের উত্তরে শুধু ‘হা হা হা’ লিখছেন।

পুরো ঘটনা শোনা যাক ফন্তের মুখে। এক সংবাদমাধ্যমকে লিল ডিফেন্ডার বলেছেন, “এখন আমাদের জন্য আরও কঠিন হলে গেলো (মেসি ফ্রান্সে আসায়)। তবে আমরা চ্যালেঞ্জ উতরাতে প্রস্তুত। প্রতিদিনই আমি ক্রিস্তিয়ানো রোনালদোকে লিলে আসার জন্য লিখছি। সে শুধু উত্তর দিচ্ছে, ‘হা হা হা।”

তাই বলে চেষ্টা থামছে না ফন্তের, ‘আমরা আমাদের অস্ত্র ব্যবহারের চেষ্টা করে যাচ্ছি। আমি যেকোনও ভাবে ক্রিস্তিয়ানোকে আনার চেষ্টা করছি। আমি একটা পরিকল্পনাও করেছি।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
শর্তে একমত হতে পারেননি, বায়ার্ন ছাড়ছেন টুখেল
শর্তে একমত হতে পারেননি, বায়ার্ন ছাড়ছেন টুখেল
ইসরায়েলকে থামাতে হবে, আইসিজিতে দক্ষিণ আফ্রিকার আবেদন
ইসরায়েলকে থামাতে হবে, আইসিজিতে দক্ষিণ আফ্রিকার আবেদন
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব