X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাতে ম্যানসিটির মুখোমুখি মেসির পিএসজি  

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৮

লিওনেল মেসি-গার্দিওলা জুটির সাফল্যের গল্পটা অভাবনীয়। বার্সেলোনায় গার্দিওলার অধীনেই মেসির মহাতারকা হয়ে উঠা। সেই গুরুর দলের বিপক্ষেই খেলতে নামছেন পিএসজিতে যাওয়া মেসি। চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাত ১টায় ম্যানচেস্টার সিটির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ফরাসি জায়ান্টরা। দেখাবে সনি টেন-২।

প্রথম ম্যাচে ক্লাব ব্রুজের সঙ্গে ১-১ ড্র করায় পিএসজির পারফরম্যান্স নিয়ে সমালোচনা ছিল। বিপরীতে লিপজিগকে ৬-৩ গোলে হারিয়ে আগেই কড়া বার্তা দিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি। ফলে আজ গার্দিওলার দলকে হারাতে না পারলে গ্রুপে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে পচেত্তিনোর দলকে।

পিএসজি কোচ পচেত্তিনো নিজেও মানছেন, ‘আমরা এমন এক দলের বিপক্ষে খেলবো, যাদের কাছে বিশ্বের সেরা একজন কোচ রয়েছে। ধৈর্য, সময় আর বিনিয়োগের কথা ভাবলে ক্লাবটি আমাদের থেকে অনেক এগিয়ে। তবে ফুটবলে যে কোন কিছু হতে পারে।’

গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে মেসির খেলা নিয়ে একরকম সংশয় ছিল। সোমবার প্রাণভোমরা অনুশীলনে ফেরায় সেটি কেটে গেছে। কিন্তু শুরুর একাদশে তার না নামার সম্ভাবনাই বেশি। বদলি হয়ে নামতে পারেন।

তেমনটা হলে যে দলে মেসি, নেইমার ও এমবাপ্পের মতো আক্রমণ ত্রয়ী রয়েছেন, তাদের কীভাবে থামাবেন গার্দিওলা? ‍এর উত্তরে সিটি কোচ বলেছেন, ‘আমি জানি না। এ ধরনের প্রতিভাকে কীভাবে রুখতে হয়, তা আমার জানা নেই।’

‘বি’ গ্রুপে এসি মিলানকে ২-১ গোলে হারানো লিভারপুলও মাঠে নামছে আজ। রাত ১টায় তাদের প্রতিপক্ষ পোর্তো। যারা প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্রয়ে টুর্নামেন্ট শুরু করেছে। ম্যাচটি দেখাবে সনি টেন-১।

একই সময় নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রাত ১টায় তাদের প্রতিপক্ষ গ্রুপের শীর্ষে থাকা নবাগত শেরিফ তিরাসপুল। ম্যাচটি সম্প্রচার করবে সনি টেন-৩।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!