X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ব্রুজনের লক্ষ্য ম্যাচ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২১, ১৯:৪২আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৯:৪২

সাফের ফাইনালে কোন দুটি দল যাবে, তা নির্ধারণ হয়নি। রাউন্ড রবিন লিগে কাল বুধবার শেষ দুটি ম্যাচেই দুই ফাইনালিস্ট চূড়ান্ত হবে। তাই ম্যাচ দুটি অলিখিত সেমিফাইনালে পরিণত। আর দিনের প্রথম ম্যাচেই (বিকাল ৫টায়) নেপালের বিপক্ষে জিতে ফাইনাল নিশ্চিত করতে চাইছে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে বেশ সতর্কই দেখা গেলো। নেপাল দ্রুতগতির ফুটবল খেলে থাকে। প্রতি আক্রমণে ওঠে গোল করতেও সিদ্ধহস্ত। তাই ব্রুজনের লক্ষ্য,‘প্রথম কথা হলো ম্যাচ জিততে হবে। এর জন্য রক্ষণও সামলাতে হবে। মালদ্বীপের বিপক্ষে সেটপিস থেকে গোল হজম করতে হয়েছে। এবার সেন্ট্রাল এরিয়াতে তাদের প্রবেশ করতে দেওয়া যাবে না। রক্ষণ জমাট রাখতে হবে। আমাদের সেভাবে পরিকল্পনা আছে।’

ফরম্যাটের কারণে কাল নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। কারণ ড্র কিংবা হারলে নেপাল চলে যাবে ফাইনালে। ব্রুজন তাই চাইছেন দলটিকে জয়ের মানসিকতা নিয়ে খেলাতে,‘আমরা যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে হবে। ম্যাচটি সেমিফাইনালের মতোই। তবে ৯০ মিনিটে ম্যাচ জিততে হবে। আমি ভীষণ আত্মবিশ্বাসী। আমাদের কাল সুন্দর দিন অপেক্ষা করছে।’

নেপাল প্রথম দুটি ম্যাচ জিতেছে। তবে ভারতের সঙ্গে শেষের দিকে এসে এক গোল হজম করে তৃতীয় ম্যাচ হেরেছে। ফাইনালে যেতে হলে হিমালয়ের দেশটির প্রয়োজন শুধু এক পয়েন্ট। এরই মধ্যে মালেতে নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে তারা।

তাই জয়ের লক্ষ্যের কথা বললেও প্রতিপক্ষকে সমীহও করছেন ৪৪ বছর বয়সী ব্রুজন,‘নেপাল শক্তিশালী দল। ভালো ফুটবল খেলে থাকে। আমাদেরও ভালো খেলোয়াড় আছে। বিপিএলের সেরা খেলোয়াড়রা খেলছে।’

নেপাল এই ম্যাচের আগে দুই দিন বিশ্রাম পেয়েছে। বিপরীতে বাংলাদেশ পেয়েছে ৫দিন। তাই পুরোপুরি ফুরফুরে থাকার রসদ পেয়েছে জামালরা। এখন পুরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছেন বাংলাদেশ কোচ, ‘আমরা জার্নিটা উপভোগ করছি। বিশ্রামের পর সবাই অনুশীলনে ফিরেছে। কাল ডু অর ডাই ম্যাচ। আমাদের সামনে সুযোগ আছে পারফর্ম করে এটা প্রমাণের যে, বাংলাদেশের ফুটবল উঠে আসছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
এ বছর হামজাদের সাফ হচ্ছে না!
‘সাফে আবারও নির্বাচন করবো, বাফুফের সমর্থন পাবো’
পিছিয়ে গেলো নারীদের সাফ
সর্বশেষ খবর
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল