X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সংশোধনী আসছে বাফুফের গঠনতন্ত্রে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৬, ২০:২৬আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ২০:২৬

আগামী এপ্রিল মাসের শেষের দিকে নির্বাচনকে সামনে রেখে গঠনতন্ত্রে সংশোধনী আনতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ সোমবার বাফুফে ভবনে গঠনতন্ত্র সংশোধনী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনটি সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীগুলো পাঠানো হবে ফিফা সদর দফতরে। এ ব্যাপারে ফিফার স্পষ্ট ব্যাখাও চাইবে বাফুফে।  সংশোধনী আসছে বাফুফের গঠনতন্ত্রে
প্রথমেই যে সংশোধনীর আলোচনা হয়েছে সেটি হলো, সরাসরি সরকারি কোনও পদে কর্মরত কেউ বাফুফের কাউন্সিলর হতে পারবেন কিনা বা তার উপস্থিতি বাফুফের স্বাধীনতায় কোনও হস্তক্ষেপ হচ্ছে কিনা ইত্যাদি। ফিফা ২০০৮ সালে এক নির্দেশনায় বলেছিল ফুটবল ফেডারেশনে সরকারি কোনও হস্তক্ষেপ থাকতে পারবে না, সরকারি কোনও কর্মকর্তার উপস্থিতি ফিফার এই নির্দেশনার ব্যতয় কিনা তা জানতে চাইবে বাফুফে।

দ্বিতীয়ত যে সংশোধনীর আলোচনা হয়েছে তা হলো, ভোটাধিকার নেই এমন কোনও ব্যক্তি বাফুফের নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা? 

তৃতীয়ত বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা বিগত নির্বাচনে ভোটাধকার পাননি, যদি ভোটাধিকার না থাকে তবে তাদের অবস্থান কী হবে, তাছাড়া নির্বাহী কমিটির সদস্যদের যদি ভোটাধিকার না থাকে তাহলে তারা প্রার্থী হবেন কিভাবে সেটিরও ব্যাখা জানতে চোইবে বাফুফে।

সভায় উপস্থিত ছিলেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র ফুটবল সংগঠক হারুনুর রশিদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা চাচ্ছি কোনও জটিলতা সৃষ্টি হওয়ার আগেই তা সমাধান করতে। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে, আমরা এ জন্যই ফিফার দ্বারস্থ হয়েছি, প্রয়োজনে ফিফা সদর দফতরে আমাদের প্রতিনিধি যাবেন এবং এ ব্যাপারে আলোচনা করবেন। ফিফার নির্দেশনা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবে বাফুফে।'

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ