X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাফল্য পেতে পরিশ্রমের বিকল্প নেই: জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২২, ২২:৫১আপডেট : ১৭ মে ২০২২, ২২:৫১

এশিয়ান কাপ ফুটবল বাছাই সামনে রেখে আজ (মঙ্গলবার) থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। আপাতত ২০ ফুটবলার নিয়ে মাঠে নেমে পড়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। বসুন্ধরা কিংস অ্যারেনার শিষ্যদের নিয়ে প্রায় ঘণ্টাদুয়েক দৌড়-ঝাঁপ করেছেন। অনুশীলনের পর সংবাদমাধ্যমকে অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, সাফল্যের জন্য কঠোর পরিশ্রমের বিকল্প নেই।

অনুশীলনে স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন উপস্থিত হলেও কোচ তাকে ‘সরি’ বলে বিদায় করে দিয়েছেন। যদিও জামাল বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি, ‘যারা আছে, তারা লিগে ভালো করেছে। তাদের নিয়েই কোচ প্রস্তুতি শুরু করেছেন। জীবনের ব্যাপারটা আমি আসলে জানি না। তাই এ ব্যাপারে কোনও মন্তব্য করবো না।’

জাতীয় দলের সঙ্গে অনুশীলন করতে পারাটা আনন্দেরও। জামালের ভাষায়, ‘দীর্ঘদিন পর আমরা জাতীয় দলের হয়ে অনুশীলন করছি। ভিন্ন ভিন্ন ক্লাব থেকে সতীর্থরা এসেছে। তাদের সঙ্গে জাতীয় দলের হয়ে অনুশীলন করতে সবসময় ভালো লাগে।’

এশিয়ান কাপে বাংলাদেশ খেলবে বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। তাদের বিপক্ষে ইতিবাচক ফল করতে হলে কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই বলে মনে করিয়ে জামাল বলেছেন, ‘সবাই সাফল্য চায়, কিন্তু সেটা পেতে হলে পুরো দলকে পারফর্ম করতে হয়। এশিয়ান কাপ বাছাই কঠিন হবে, অবশ্যই আমরা সাফল্য চাই, জানি সামনে কঠিন ম্যাচ আছে। সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে।’

এদিকে দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়ে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস আনন্দিত। নিজের অনূভুতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন, ‘আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কোচকে ধন্যবাদ। আগেও বলেছি, দলে ফিরতে পেরেছি বলেই সন্তুষ্ট নই, দেশের হয়ে যখন আমি একাদশে খেলবো, সাফল্য নিয়ে আসবো, তখনই বলতে পারবো আমি সন্তুষ্ট।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
ফিলিস্তিনের কাছে এবার হারতে চান না জামাল
আবাহনীতে কত নাম্বার জার্সি চেয়ে নিলেন জামাল?
৬ ফুট উচ্চতার ফিলিস্তিনিদের নিয়ে চিন্তিত জামাল
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা