X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগ জিতলেই ব্যালন ডি’অর!

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২২, ১৫:০৬আপডেট : ২৮ মে ২০২২, ১৫:৪৮

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ-লিভারপুল। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট প্রতিযোগিতায় দলীয় সাফল্যের ব্যাপার তো থাকেই, একই সঙ্গে ব্যক্তিগত পুরস্কারের রূপরেখাও অনেকটা তৈরি হয়ে যায়। যে দল শিরোপা জেতে, সেই দলের সেরা পারফর্মারের হাতে ‍ব্যালন ডি’অর ওঠার সম্ভাবনা বেশি থাকে। অতীত ইতিহাস তেমন কিছুরই ইঙ্গিত দেয়। যদিও লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর ক্ষেত্রে বিষয়টি আলাদা। এই খেলোয়াড়দের বাদে ব্যক্তিগত অর্জনে সবচেয়ে মর্যাদার পুরস্কার জিততে হলে চ্যাম্পিয়নস লিগ জেতাটা জরুরি।

আর কেউ নয়, কথাটা বলছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। এবারের ব্যালন ডি’অর জয়ে ফেভারিট ধরা হচ্ছে করিম বেনজেমা ও সাদিও মানেকে। এই দুই তারকার দল রিয়াল ও লিভারপুল আজ (শনিবার) রাতে মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। ফলে যার দল শিরোপা জিতবে, তার ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা বেড়ে যাবে বলে মনে করছেন ক্লপ।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ক্লপের কাছে প্রশ্ন ছিল, ২০২২ সালের ব্যালন ডি’অর মানে নাকি বেনজেমার হাতে উঠছে, সেই বিষয়টির সিদ্ধান্ত কি জানিয়ে দেবে এই ফাইনাল? জার্মান কোচের উত্তর, ‘যদি আপনি এটা চিন্তা করেন যে, কীভাবে এই প্রতিযোগিতাটা জিততে হয়, তাহলে আমি বলবো হ্যাঁ। হয় আপনাকে মেসি কিংবা রোনালদো হতে হবে, তা না হলে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জিততে হবে (ব্যালন ডি’অর পেতে)। আমার মতে, এটাই একমাত্র পথ।’

সঙ্গে যোগ করেছেন, ‘গত কয়েক বছর (ব্যালন ডি’অর নির্ধারণে) এটাই হয়ে আসছে। সুতরাং, (চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জয়) একজন খেলোয়াড়ের সুযোগ অনেকগুণ বাড়িয়ে দেয়, অবশ্যই।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!