X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

মেসি-নেইমারদের কোচের ‘হৃদয়ে থাকবে’ রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২২, ১৮:৪০আপডেট : ২৮ মে ২০২২, ১৮:৪৮

ভালোবাসা সবসময় পেশাদারিত্বের বাধা মানে না! যে রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ঘণ্টা বেজেছে প্যারিস সেন্ত জার্মেইয়ের, মাদ্রিদের সেই ক্লাবটিকেই মহাদেশীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সমর্থন দিচ্ছেন প্যারিসের ক্লাবটির কোচ মাউরিসিও পোচেত্তিনো। আজ (শনিবার) রাতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল। শিরোপা নির্ধারণী ম্যাচে মেসি-নেইমারদের কোচের হৃদয়ে থাকবে মাদ্রিদের অভিজাতরা।

এবারের চ্যাম্পিয়নস লিগে হট ফেভারিট ধরা হয়েছিল পিএসজিকে। নেইমার ও কিলিয়ান এবমাপ্পের সঙ্গে নতুন করে মেসি যোগ দেওয়ায় অপ্রতিরোধ্য দল হয়ে উঠেছিল তারা। কিন্তু এই রিয়ালের কাছে হেরে শেষ ষোলোতে বিদায়ঘণ্টা বাজে। প্রথম লেগ ১-০ গোলে জিতলেও সান্তিয়াগো বার্নাব্যুর দ্বিতীয় লেগে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে রিয়াল ম্যাচ জিতে নেয় ৩-১ গোলে। এরপর চেলসির বাধা পেরিয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আরেকটি অবিশ্বাস্য জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

আজ সেই ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট লিভারপুল। ম্যাচটি হবে আবার প্যারিসে। যেখানকার ক্লাব পিএসজির দায়িত্বে পোচেত্তিনো। রিয়াল সমর্থক এই আর্জেন্টাইন ফাইনালে প্রিয় ক্লাবের জয় কামনা করছেন। তিনি বলেছেন, ‘এটা পরিষ্কার যে আমার হৃদয় লালের চেয়ে সাদা অনেক বেশি। ১৯৯৪ সালে যখন আমি বার্সেলোনায় আসি, তখনই আমার হৃদয়ে একটা কোমল জায়গা তৈরি হয়েছিল রিয়ালের প্রতি। আর এজন্য ধন্যবাদ আমার কোচ হোসে আন্তোনিও কামাচোকে, যিনি আমাকে রিয়ালকে ভালোবাসতে শিখিয়েছেন।’

সঙ্গে যোগ করেছেন, ‘খেলোয়াড় ও কোচ হিসেবে আমার কখনও থাকা হয়নি রিয়াল মাদ্রিদের সঙ্গে। তবে আমার আবেগ সবসময় পরিষ্কার।’

বর্তমান মৌসুমের হিসাবে রিয়াল ফাইনালে নামছে আন্ডারডগ হয়ে। তবে ১৩বারের চ্যাম্পিয়নকে সমীহ না করে উপায় নেই। বিশেষ করে পিএসজি, চেলসি ও ম্যান সিটির বিপক্ষে যেভাবে জিতেছে, তাতে শিরোপা দাবিদার তারাই। সেটি মনে করিয়ে দিয়ে পিএসজি কোচ বললেন, ‘জানি না মাদ্রিদ ফেভারিট কিনা। তবে তারা যেভাবে (ফাইনালে) উঠেছে, তাতে লিভারপুলের চেয়ে বেশি দাবিদার।’

/কেআর/
সম্পর্কিত
রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত আনচেলত্তি 
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন