কিছুদিন আগে ছেলেদের ফুটবলে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। এবার মেয়েদের ফুটবলে প্রতিপক্ষ মালয়েশিয়া। ফিফা প্রীতি ফুটবলে দুই ম্যাচ খেলবে দল দুটি। যার প্রথমটিতে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া। এই ম্যাচ দিয়ে পাঁচ বছর আগের হারের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ পাচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী এক বাংলাদেশকে দেখা গেছে। সাবিনা-কৃষ্ণারা চাইছে লড়াই করতে। পয়েন্ট ছিনিয়ে নিতে। দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় হলেন স্ট্রাইকার সাবিনা খাতুন। অধিনায়কত্ব করছেন অনেকদিন ধরেই। দলটিতে আগের চেয়ে অভিজ্ঞ খেলোয়াড় বেশি।
তাই আগের চেয়ে দল যে ব্যালেন্সড তা অকপটে বলে দিলেন অধিনায়ক সাবিনা, ‘আমরা এখন ব্যালেন্সড দল। যারা এখান থেকে সিনিয়র দলে আসছে। আমাদের বড় সুবিধা হলো সবাই একসঙ্গে ক্যাম্পে আছি, অনুশীলন করছি। আশা করছি, এই ম্যাচ দুটিতে আমরা ভালো করতে পারবো।’
গত নভেম্বরে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই দলের অধিনায়ক মারিয়া মান্দা ইতিবাচক ফুটবল খেলতে চাইছেন, ‘আমাদের সিনিয়র লেভেলে অভিজ্ঞতা কম থাকে। তাছাড়া বয়সভিত্তিক পরযায়ে খেলার সময় আমাদের সেই অভিজ্ঞতা অনেক কাজে লাগে। এই ম্যাচের আগে কঠোর পরিশ্রম করেছি। আমাদের লক্ষ্য থাকবে ভালো খেলা।’
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৬১ ধাপ এগিয়ে থেকে এই ম্যাচে মাঠে নামবে মালয়েশিয়া। বাংলাদেশের চেয়ে সবদিক এগিয়ে থেকে খেলবে তারা। সবশেষ ২০১৭ সালে ২-১ গোলে বাংলাদেশকে হারিয়েছিল মালয়েশিয়া। এবারও দলটি চাইছে ভালো ফল করতে।
দলটির অধিনায়ক স্টেফি সার্জ কৌর নিজেদের প্রস্তুতি নিয়ে বলেছেন, ‘এই বছর আমরা প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছি। আশা করছি, এই ম্যাচের মাধ্যমে নিজেদের দুর্বলতাগুলো শুধরে নিতে পারবো। যেন ভালো প্রস্তুতি নিয়ে জুলাইতে ফিলিপাইনের টুর্নামেন্টে অংশ নিতে পারি।’
পাঁচ বছর আগে বাংলাদেশকে হারানোর প্রসঙ্গ উঠতেই স্টেফি সরাসরি বললেন, ‘এই দলটি প্রায় নতুন। সেই ম্যাচের মাত্র তিনজন রয়েছে। আমরা পেছনে ফিরে তাকাতে চাই না। সামনে এগিয়ে যেতে চাই। বাংলাদেশকে ছোট করে দেখার কিছু নেই। তারা শক্তিশালী দল। তাদের প্রস্তুতিও ভালো।’