জুনে চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ইন্দোনেশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে ড্র ছাড়া এশিয়ান কাপের তিন ম্যাচেই হারতে হয়েছে। চার ম্যাচের পারফরম্যান্সের প্রতিফলন সদ্য প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে। চার ধাপ অবনমিত হয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৯২-তে!
দক্ষিণ এশিয়ায় ভারত সবার ওপরে, আছে ১০৪ নম্বরে। এরপর মালদ্বীপ ১৫৬ ও নেপাল ১৭৬ নম্বরে। ভুটান রয়েছে ১৮৬তে। বাংলাদেশের পরে আছে পাকিস্তান (১৯৬) ও শ্রীলঙ্কা (২০৭)।
ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শীর্ষেই রয়েছে। এরপরেই রয়েছে বেলজিয়াম। তবে ফ্রান্সকে সরিয়ে আর্জেন্টিনা উঠে এসেছে তৃতীয় স্থানে। পরের অবস্থানগুলোতে যথাক্রমে- ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ডেনমার্ক।