ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ। রাকিব হোসেনের লক্ষ্যভেদে বাংলাদেশ ১-০ গোলের অগ্রগামিতার পর প্রথমার্ধ শেষ করেছে।
অথচ নমপেনের মরোদোক টেকো জাতীয় স্টেডিয়ামে র্যাঙ্কিংয়ে এগিয়ে স্বাগতিকরাই, ১৭৪তম স্থানে। বাংলাদেশের অবস্থান ১৯২তম। এই ম্যাচে জিতে র্যাঙ্কিং বাড়িয়ে নিতে চাইছেন কাবরেরা।
শুরুতে ১৪ মিনিটে বাংলাদেশ গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো-ইন থেকে জামাল ভূঁইয়ার প্লেসিং লক্ষ্যে থাকেনি। অল্পের জন্য বাইরে দিয়ে গেছে।
১৯ মিনিটে কম্বোডিয়া সুযোগ পায়। বক্সের প্রায় ৩০ গজ দূর থেকে সিন কাকাডার ডান পায়ের বুলেট গতির শট গোলকিপার আনিসুর রহমান জিকো একহাত দিয়ে কোনোমতে ফিস্ট করে দলকে রক্ষা করেছেন।
২৩ মিনিটে বাংলাদেশকে উৎসবে ভাসান রাকিব। মতিন মিয়ার দারুণ এক পাস থেকে রাকিব হোসেন বক্সে ঢুকে দেখেশুনে ডান পায়ের জোরালো শটে কম্বোডিয়ার গোলকিপারকে পরাস্ত করেছেন।
বাংলাদেশ একাদশ:
আনিসুর রহমান জিকো, টুটুল হোসেন বাদশা, রহম মিয়া, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, রাকিব হোসেন, মতিন মিয়া ও সুমন রেজা।