X
রবিবার, ২৭ নভেম্বর ২০২২
১১ অগ্রহায়ণ ১৪২৯

বাংলাদেশ ম্যাচের আগে যে বার্তা দিলো ইয়েমেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ১৮:৩৮আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৮:৩৮

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে আজও গোল উৎসব করেছে ইয়েমন। ভুটানের পর মধ্যপ্রাচ্যের দেশটি সিঙ্গাপুরকেও গোলবন্যায় ভাসিয়েছে। শুক্রবার ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইয়েমেন ৬-০ গোলে সিঙ্গাপুরকে হারিয়েছে। টানা দ্বিতীয় জয়ে গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান তাদের। বিপরীতে দ্বিতীয় হারে সিঙ্গাপুরের বিদায় অনেকটা নিশ্চিত।

রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। তার আগে লাল-সবুজদের কঠিন বার্তা দিয়ে রাখলো ইয়েমেন।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দাপট দেখিয়ে খেলা শুরু করলেও প্রথম গোল পেতে ইয়েমেনকে বেশ অপেক্ষায় থাকতে হয়েছে। ৩০ মিনিটে আসে প্রথম গোল। সতীর্থের ক্রসে আল খাদেরের হেড ক্রস বারে লেগে ফিরে আসে। ফিরতি বলে ৬ গজ দূরত্বের মধ্যে শুয়ে পড়ে লক্ষ্যভেদ করেন শাহেদ আব্দুল্লাহ।

৪২ মিনিটে আল খাদের ব্যবধান দ্বিগুণ করেন। রাদমানের কাটব্যাক থেকে জোরালো শটে গোলটি করেন তিনি। ৪৪ মিনিটে ইয়েমেনের স্কোরলাইন ৩-০। ডান দিক দিয়ে এক ডিফেন্ডারকে দুবার কাটিয়ে রাদমানের নেওয়া ডান পায়ের জোরালো শট  আরেক ডিফেন্ডারের শরীর স্পর্শ করে জালে জড়ায়।

বিরতির পরেও সমান প্রভাব রাখতে ব্যস্ত ছিল ইয়েমেন। তাতে ৫৬ মিনিটে আসে চতুর্থ গোল। ডানপ্রান্তে বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন ফয়সাল আল সালামি। ৬৮ মিনিটে পঞ্চম গোল আসে। মাঝমাঠ থেকে ওয়াহিব নোমানের মাপা ক্রস গিয়ে পরে সিঙ্গাপুরের বক্সে। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে কোনাকুনি শটে দূরের পোস্টে জালে জড়ান ফয়সাল আল সালামি।

৭৫ মিনিটে পেনাল্টি পায় ইয়েমেন। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন গোলকিপার ওয়াদহাহ আনোয়ার। তার নেওয়া পানেনকা শট জায়গায় দাঁড়িয়ে রুখে দেন সিঙ্গাপুর গোলকিপার। ৮৬ মিনিটে দলকে ষষ্ঠ গোল এনে দেন মোক্তার মিনাফাক। তাতেই নিজেদের শক্তিমত্তা দেখিয়ে বড় ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে ইয়েমেন।

/টিএ/এফআইআর/
প্রস্থানের দুই বছর: শিল্পকলায় অবিনশ্বর আলী যাকের
মৃত্যুদিনে স্মরণপ্রস্থানের দুই বছর: শিল্পকলায় অবিনশ্বর আলী যাকের
পূর্ণ সক্ষমতায় ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে রামপাল
পূর্ণ সক্ষমতায় ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে রামপাল
এমবাপ্পের জোড়া গোলে নকআউটে ফ্রান্স
এমবাপ্পের জোড়া গোলে নকআউটে ফ্রান্স
আবারও নাসিমের অনুসারীদের পেটালো বিএনপির সমর্থকরা
আবারও নাসিমের অনুসারীদের পেটালো বিএনপির সমর্থকরা
সর্বাধিক পঠিত
ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব কমবে ৪০ কিমি
ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব কমবে ৪০ কিমি
পোল্যান্ডের জয়ে আরও চাপে মেসিরা
পোল্যান্ডের জয়ে আরও চাপে মেসিরা
কুমিল্লার সমাবেশস্থলে হারানো ফোনের সন্ধান দিলে পুরস্কার ২০ হাজার
কুমিল্লার সমাবেশস্থলে হারানো ফোনের সন্ধান দিলে পুরস্কার ২০ হাজার
ম্যাজিস্ট্রেটের মামলায় কারাগারে স্বামী
ম্যাজিস্ট্রেটের মামলায় কারাগারে স্বামী
ইউক্রেন ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো ন্যাটো
ইউক্রেন ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো ন্যাটো