X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মোহামেডানের সামনে কতটা ভয়ংকর হবেন কলিনদ্রেস-কিংসলেরা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৩, ১৯:১৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৯:৫৪

এলিটা কিংসলে আগে কখনও আবাহনীর জার্সি গায়ে মোহামেডানের মুখোমুখি হননি। এবারই প্রথম আকাশি-নীল জার্সিতে মাঠে নামবেন। তার অভিষেকের মুহূর্তে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীও। প্রিমিয়ার লিগে কাল শুক্রবার দুই ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং মুখোমুখি হতে যাচ্ছে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বিকাল তিনটার ম্যাচটিকে ঘিরে অন্যরকম উত্তেজনা। যদিও অতীতের মতো সেই আমেজ এখন আর নেই। শক্তিমত্তার বিচারে আবাহনী লিমিটেড কক্ষপথে থাকলেও মোহামেডান এখনও লড়াই করে যাচ্ছে।

লিগে আবাহনী ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। শীর্ষে থাকা বসুন্ধরার সঙ্গে তাদের দূরত্ব ৬ পয়েন্টের। মোহামেডান এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে!

আবাহনী লিমিটেড চাইছে পুরনো প্রতিপক্ষ মোহামেডানকে পরাজিত করে এগিয়ে যেতে। দলটির পর্তুগিজ কোচ মারিও লেমস আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ‘আমরা সবাই তৈরি। মোহামেডানের বিপক্ষে ম্যাচ জিতে ঢাকায় ফিরতে চাইছি। আশা করছি এর কোনও ব্যতিক্রম হবে না।’

আবাহনীর জন্য স্বস্তিদায়ক খবর, কিংসলে ও কলিনদ্রেসরা ভালো ফর্মে আছেন। কিংসলে ৪ ও কলিনদ্রেস ৩ গোল করে দলের জয়ে ভূমিকা রেখে চলেছেন। এছাড়া ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তো দলে থাকা মানে বাড়তি অনুপ্রেরণাও। লেমস মনে করেন, ‘হ্যাঁ, এটা ভালো দিক যে ওরা গোল পাচ্ছে। তবে আমরা কিছু পয়েন্ট হারিয়েছি। সামনের দিকে এগিয়ে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই। সেভাবেই প্রস্তুতি নেবো। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শূন্যহাতে ফিরতে চাই না।’

প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান এখন পর্যন্ত ২৯টি ম্যাচ খেলেছে। পরিসংখ্যানের দিক দিয়ে আকাশি-নীল জার্সিধারীদের জয়ের পাল্লাই ভারি। আবাহনীর জয় আছে ১৪টিতে, ড্র ১০টি, হেরেছে ৫টিতে।

মোহামেডান জয় দিয়েই লিগের রেসে ফিরতে চাইছে। প্রিমিয়ার লিগে সবশেষ দুটো ম্যাচেও আবাহনী জিতেছে। প্রথমটিতে ১-০ ও পরেরটিতে ৪-২ গোলে জয় এসেছে। মোহামেডান সবশেষ ২০১৯ সালে ৪-০ গোলে জিতেছিল। তবে পরিসংখ্যানের দিকে না তাকিয়ে মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক জয় দিয়েই লিগের রেসে ফিরতে চাইছেন। কুমিল্লা থেকে জানিয়েছেন, ‘এই ম্যাচটা আমাদের জন্য শুধু প্রেস্টিজের লড়াই নয়, ঘুরে দাঁড়ানোরও। জিতেই লিগের রেসে ফিরতে চাই। কক্ষপথেও ফেরা হবে তাতে। পয়েন্ট পাওয়া ছাড়া বিকল্প নেই। এমনিতে কিছু পয়েন্ট নষ্ট হয়েছে। আর পেছনে তাকাতে চাইছি না।’

এরপরই সাবেক এই তারকা যোগ করে বলেছেন, ‘ম্যাচটা দুদলের জন্যই সমান মর্যাদার। ওদের টাইটেল রেসে থাকতে হলে জিততে হবে। আর আমাদের তো দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন খেলোয়াড়রা আবাহনী ও মোহামেডানের ম্যাচের গুরুত্ব বুঝতে পারলে ভালো ফলই হবে।’

তবে প্রতিপক্ষ আবাহনীর প্রশংসা করে মানিক ভীষণ সতর্ক, ‘আবাহনী শেষ দুটো ম্যাচ ভালো খেলেছে। বিদেশিরা ভালো খেলছে। মোহামেডানেরও ভালো খেলতে হবে। আমাদের জয়ের ক্ষুধা বেশি। তিন পয়েন্টের জন্য খেলবো।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে