X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিলিয়ান রবিনহোর জোড়া গোলে জিতলো বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৩, ১৯:১১আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০২:০৬

প্রথমার্ধে কোনও গোল হয়নি। বিরতির পর দুই গোল করে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। শেখ রাসেল এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও সফল হতে পারেনি। প্রিমিয়ার লিগে রবিনহোর জোড়ায় বসুন্ধরা কিংস ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেলকে।

শনিবার (২৮ জানুয়ারি) কিংস এরিনায় পঞ্চম মিনিটে শেখ রাসেলের দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন রবিনহো। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি তার শট। ১১ মিনিটে রাকিবের ক্রসে দারুণভাবে হেড করেন দোরিয়েলতন কিন্তু তা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

বিরতির আগে চেষ্টা করেও গোল পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা।

৬৫ মিনিটে কিংস শিবিরের স্বস্তি ফেরান রবিনহো। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এর আগে বক্সের মধ্যে রবিনহোকে ফাউল করেন মনির আলম, তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি নাসির উদ্দিন।

৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিংস। রাসেলের উজবেক ডিফেন্ডার তিমুর তালিপভের ভুল পাস পেয়ে পান আসরর গফুরভ। একজনকে কাটিয়ে জায়গা তৈরি করে বাঁ পায়ের মাপা শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ উজবেকিস্তানে এই মিডফিল্ডার।

৮২ মিনিটে শেখ রাসেল সমতায় ফেরে। চার্লস দিদিয়ের পাসে এমফন উদোহ দূরের পোস্টে অনায়াসে জাল খুঁজে নেন। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলকিপার আনিসুর রহমান জিকে। লিগে সাত গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা এখন উদোহ।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন রবিনহো।

সাত ম্যাচে খেলে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র।

অন্য ম্যাচে নবাগত ফর্টিস এফসি শাখাওয়াত হোসেন রনির গোলে হারায় পুলিশ এফসিকে।

/টিএ/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়