X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ব্রাজিলিয়ান রবিনহোর জোড়া গোলে জিতলো বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৩, ১৯:১১আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০২:০৬

প্রথমার্ধে কোনও গোল হয়নি। বিরতির পর দুই গোল করে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। শেখ রাসেল এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও সফল হতে পারেনি। প্রিমিয়ার লিগে রবিনহোর জোড়ায় বসুন্ধরা কিংস ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেলকে।

শনিবার (২৮ জানুয়ারি) কিংস এরিনায় পঞ্চম মিনিটে শেখ রাসেলের দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন রবিনহো। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি তার শট। ১১ মিনিটে রাকিবের ক্রসে দারুণভাবে হেড করেন দোরিয়েলতন কিন্তু তা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

বিরতির আগে চেষ্টা করেও গোল পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা।

৬৫ মিনিটে কিংস শিবিরের স্বস্তি ফেরান রবিনহো। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এর আগে বক্সের মধ্যে রবিনহোকে ফাউল করেন মনির আলম, তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি নাসির উদ্দিন।

৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিংস। রাসেলের উজবেক ডিফেন্ডার তিমুর তালিপভের ভুল পাস পেয়ে পান আসরর গফুরভ। একজনকে কাটিয়ে জায়গা তৈরি করে বাঁ পায়ের মাপা শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ উজবেকিস্তানে এই মিডফিল্ডার।

৮২ মিনিটে শেখ রাসেল সমতায় ফেরে। চার্লস দিদিয়ের পাসে এমফন উদোহ দূরের পোস্টে অনায়াসে জাল খুঁজে নেন। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলকিপার আনিসুর রহমান জিকে। লিগে সাত গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা এখন উদোহ।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন রবিনহো।

সাত ম্যাচে খেলে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র।

অন্য ম্যাচে নবাগত ফর্টিস এফসি শাখাওয়াত হোসেন রনির গোলে হারায় পুলিশ এফসিকে।

/টিএ/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবেদআলী মামার সংসার
আবেদআলী মামার সংসার
পানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিপানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে
রাজবাড়ীতে আগুনে পুড়েছে ৩ দোকান
রাজবাড়ীতে আগুনে পুড়েছে ৩ দোকান
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি