X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জামালদের প্রস্তুতি ঢাকা সিলেট নাকি সৌদি আরবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১০

নতুন বছরের প্রথম ফিফা নির্ধারিত সময়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে  আগামী ২০ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে হবে এই আসরটি। তা সামনে রেখে ৩ মার্চ  জামাল ভূঁইয়াদের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। তবে আবাসিক ক্যাম্প কোথায় হবে তা এখনও ঠিক হয়নি। ঢাকা,সিলেট কিংবা সৌদি আরবের মধ্যে যেকোনও একটিকে বেছে নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তিন জাতির টুর্নামেন্টে স্বাগতিকরা ছাড়াও সেশেলস, ব্রুনাই অংশ নেবে। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। শীর্ষ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন। টুর্নামেন্ট শুরুর আগে জামাল ভূঁইয়াদের প্রস্তুতিটা ভালোভাবে করতে চাইছে বাফুফে। প্রস্তুতি সামনে রেখে এরই মধ্যে ভেন্যু নিয়ে কাজও শুরু হয়েছে। ঢাকায় আবাসিক ক্যাম্প হলে দুটি মাঠের যেকোনও একটিতে হতে পারে, পুলিশ এফস কিংবা বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ। অপরদিকে সৌদি আরবের সঙ্গে এখনও আলোচনা চলছে। পাশাপাশি জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা নিজেই সোমবার সিলেটে যাবেন সম্ভাব্য অনুশীলনের ভেন্যু দেখতে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা জাতীয় দলের প্রস্ততির জন্য সম্ভাব্য ভেন্যুর খোঁজ-খবর রাখছি। সৌদি আরব ফুটবল ফেডারেশন এখনও ইতিবাচক আছে। তারা যদি আমাদের অন অ্যারাইভাল ভিসা দেওয়ার পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দিতে পারে, তাহলে সেখানে হবে প্রস্তুতি। পাশপাশি ঢাকার দুটি ভেন্যু এবং সিলেটও রয়েছে তালিকায়। সামনের দুই থেকে তিন দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে জাতীয় দলের আবাসিক প্রস্তুতি কোথায় হবে? আমরা প্রস্তুতির জন্য একটি ভেন্যুকেই বেছে নেবো।’

তিন জাতি টুর্নামেন্টে একমাত্র ব্রুনাই ফিফা ‌র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে। তাদের অবস্থান ১৯০। এরপরই রয়েছে বাংলাদেশ-১৯২। সবার শেষে রয়েছে ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ দেশ সেশেলস। তাদের অবস্থান-১৯৯। স্বাগতিকরা চাইছে ম্যাচ জিতে র‌্যাঙ্কিংয়ে নিজেদের উন্নতি। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে এবার যোগ দিচ্ছেন সহকারী বিদেশি কোচও। প্রস্তুতির শুরু থেকে তাদের ঢাকায় আসার কথা রয়েছে।

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
কঠিন ম্যাচ জিতে বাংলাদেশের মানুষদের ধন্যবাদ দিলেন ফিলিস্তিন কোচ
আমাদের দল নিয়ে গর্বিত হওয়া উচিত: বাংলাদেশ কোচ
নিজেদের মাঠে আমরা আরও বেশি শক্তিশালী: কাবরেরা
সর্বশেষ খবর
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!