X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

তপুর বিশ্বাস, ফিলিস্তিনের বিপক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৪, ২২:৩৫আপডেট : ২৩ মার্চ ২০২৪, ২২:৩৫

কুয়েতে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে ৪২ মিনিট পর্যন্ত চোখে চোখ রেখে খেলেছে বাংলাদেশ। এরপরই ধস শুরু। রক্ষণের ব্যর্থতায় একের পর এক গোল হজম করতে হয়েছে। ৫ গোলে হেরে বিধ্বস্ত জামাল ভূঁইয়ারা। ঠিকঠাক রক্ষণ সামলাতে না পারার মাশুল দিতে হয়েছে। লাল-সবুজ দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণও সেই কথা বললেন।

এখন চেনা আঙিনায় ম্যাচ। ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। কিংস অ্যারেনাতে অনুশীলনের ফাঁকে ডিফেন্ডার তপু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ঘুরে দাঁড়ানো অবশ্যই সম্ভব। ঘুরে দাঁড়ানো বলতে ৫-০ গোলে জিততে হবে এমন না। আমাদের মাঠে ওদেরকে যদি হারাতে পারি, তাহলে ভালো। অবশ্যই আমাদের লক্ষ্য সেটাই। কুয়েতে যে ফলাফল হয়েছে, সেটা হতাশাজনক। এটা দলের কেউই আশা করেনি। অবশ্যই এখানে ঘুরে দাঁড়াতে চাই আমরা। (প্রথম লেগে) আমি মনে করি, আমাদের মনোযোগে ঘাটতি ছিল না। বিশেষ কোনও সমস্যা ছিল না। ডিফেন্ডিংটা নড়বড়ে ছিল এবং এটা আমাদের কাছে মাইনাস পয়েন্ট। আমরা সমানতালে লড়াই করছিলাম। হঠাৎ গোল হজম করে আত্মবিশ্বাস কমে গিয়েছিল আমাদের।’

আগের ম্যাচে মনোযোগ আর একটু বেশি হলে ভালো কিছু হতো মনে করছেন তপু, ‘আমাদের মনোবলে কোনও ঘাটতি ছিল না। হ্যাঁ, মনোযোগ আরেকটু ভালো থাকলে তা কাটিয়ে উঠতে পারতাম। আমাদের দলীয় যে রক্ষণ ছিল, সেখানে সবাই যদি ভালোভাবে দায়িত্ব পালন করতে পারতাম, তাহলে ভালো হতো। চার জনের বিপরীতে ছয় জন হলে কঠিন, সেটা আবার ফিলিস্তিনের মতো দলের বিপক্ষে হলে আরও কঠিন। আমার কাছে মনে হয়, দলীয় রক্ষণ ভালো হলে ম্যাচ হারতাম, তবে এত গোল হজম করতাম না।’

ফিলিস্তিনের কাছে প্রথমবারের মতো পাঁচ গোলে হার মেনে নিতে পারছেন না মিডফিল্ডার সোহেল রানা, ‘ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আগে কোচ আমাদের অনেক কিছুই বলেছেন। সেই অনুযায়ী আমরা খেলতে পেরেছি, কিন্তু অনেক কিছু আবার করতেও পারিনি। এখন আমরা পরের ম্যাচ নিয়ে ভাবছি। গত ম্যাচটা ভুলে যেতে চাই। যেহেতু ঘরের মাঠে খেলা, তাই আমাদের আত্মবিশ্বাস আছে। প্রথম ম্যাচ যেভাবে হেরেছি, আমরা চেষ্টা করবো ঘরের মাঠে যেমনই খেলি না কেন, যেন ভালো একটা ফল বের করতে পারি।’

আগের ম্যাচের ভুলগুলো সংশোধনের চেষ্টা চলছে বলেও জানালেন তিনি, ‘গত ম্যাচে আমরা ছোট ছোট যে ভুলগুলো করেছি, সেগুলো নিয়ে কাজ করছি। ওই ভুলগুলো শুধরে যদি মাঠে ভালো কিছু করতে পারি, তাহলে আমরা ফিরতি লেগে ভালো কিছু পাবো আশা করি। ম্যাচটা শুরুর হওয়ার আগে আমাদের আত্মবিশ্বাস ছিল, আমরা অন্তত এভাবে হারবো না। এভাবে যে হারবো, আমরা খেলোয়াড়রাও চিন্তা করিনি। কিন্তু ম্যাচের মধ্যে ছোট ছোট কিছু ভুল অনেক সময় অনেক বড় হয়ে দাঁড়ায়। এই পর্যায়ের দলের সঙ্গে আমরা বড় ভুল করিনি, কিন্তু যে ছোট ভুলই করেছি, ওরা সুযোগটা নিয়েছে। ওরা বড় দল, ওদের চাপ প্রয়োগের কারণে আমরা ভুলগুলো বাধ্য হয়ে করেছি। আশা করি, পরের ম্যাচে এগুলো হবে না।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাঁচা আম দিয়ে টক-মিষ্টি ললি বানাবেন যেভাবে
কাঁচা আম দিয়ে টক-মিষ্টি ললি বানাবেন যেভাবে
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে