X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনের বিপক্ষে প্রথমার্ধে সুযোগ হাতছাড়া বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৪, ১৬:৩১আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৬:৩২

শুরু থেকে ফিলিস্তিন চাপে রেখেছে বাংলাদেশকে। নিজেদের মাঠে সেই চাপ সামলে মাঝে মধ্যে গোল দেওয়ার চেষ্টা ছিল রাকিব-ফাহিমদেরও। সফল হয়নি যদিও। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে ফিলিস্তিনকে গোল করতে দেয়নি। প্রথমার্ধে তাদের আটকে রেখে ড্রেসিং রুমে গেছে স্বাগতিকরা।

কিংস অ্যারেনায় ফিলিস্তিন বাম প্রান্ত দিয়ে আক্রমণ করেছে। এরিয়াল খেলে স্বাগতিকদের পরাস্ত করার চেষ্টা করেছে তারা। উচ্চতা ও শারীরিক দিক দিয়ে এগিয়ে থাকায় সেই সুযোগে কিছু করার দিকে ঝোঁক ছিল তাদের। কিন্তু তপু-শাকিল-মিতুলরা দারুণ দক্ষতায় একের পর এক আক্রমণ নস্যাৎ করে দিয়েছে। বরং  প্রতি আক্রমণে ওঠে সহজ সুযোগ নষ্ট করে আফসোস করতে হয়েছে রাকিব-ফাহিমদের। এছাড়া পাসে কিছুটা অ্যাকুরেসির অভাব অনুভূত হয়েছে। ‍যার কারণে প্রতিপক্ষ বার বার বল পেয়েছে সহজে।

ম্যাচ ঘড়ির ১২ মিনিটে মোহাম্মদ রাশিদের ফ্রি-কিক গোলকিপার মিতুল মারমা কোনওমতো ক্লিয়ার করেছেন। ২২ মিনিটে বাংলাদেশের ফাহিম ক্রস দিয়েছিলেন অন্য প্রান্তে। কিন্তু সেখানে কেউ ছিলেন না। থাকলে হয়তো সুযোগ ছিল কিছু করার।

৩০ মিনিটে  রাকিবের ব্যাক পাস থেকে জনি বক্সে ঢুকেও লক্ষ্যে শট নিতে পারেননি। দুই মিনিট পর প্রায় ২৫ গজ দূর থেকে জামালের ফ্রি-কিক পোস্টের বাইরে দিয়ে গেলে হতাশ হতে হয় সমর্থকদের।

এরপর অতিথিদের দুটি প্রচেষ্ট গোলকিপার মিতুল দারুণ দক্ষতায় প্রতিহত করেন। ৩৫ মিনিটে ফিলিস্তিন আবারও আক্রমণ করেছে। আগের ম্যাচে হ্যাটট্রিক করা ওলে দাবাঘের শট মিতুল হাঁটু নিচু করে তালুবন্দী করেছেন। তিন মিনিট পর ফিলিস্তিন আবারও ভালো সুযোগ পায়। কিন্তু মুসাফ বাত্তাবের ফ্রি-কিক জেইদ কুনবারের হেড ফিস্ট করে ফেরান মিতুল।

৪৪ মিনিটে স্বাগতিকরা ম্যাচের সবচেয়ে  ভালো সুযোগ নষ্ট করে। জামালের থ্রু থেকে বক্সের ভেতরে ফাহিমের শট আগুয়ান গোলকিপারের শরীরে লেগে প্রতিহত হয়েছে। ঠিক এরপরই রাকিব সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি।

কুয়েতে অ্যাওয়ে ম্যাচটাতে একাদশে জায়গা পেয়েছিলেন ডিফেন্ডার ইসা ফয়সাল ও মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা। আজ দুজনকেই সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে। তাদের জায়গায় ডিফেন্ডার শাকিল হোসেন ও আরেক মিডফিল্ডার সোহেল রানা সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে সোহেল রানা সাসপেনশন থেকে ফিরেছেন। এছাড়া আগের ৯জনই খেলছেন শুরু থেকে।

বাংলাদেশের একাদশ:

গোলকিপার: মিতুল মারমা
রক্ষণ: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন ও শাকিল হোসেন।
মধ্যমাঠ: মোহাম্মদ হৃদয়, মজিবর রহমান জনি,  সোহেল রানা ও জামাল ভুঁইয়া।
আক্রমণ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই