X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘ফিলিস্তিনের বিপক্ষে গোলটি হলে আর আফসোস করতে হতো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৪, ১৯:৪৮আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৯:৪৮

কুয়েতে ৪০ মিনিট পর আত্মসমর্পণ করতে হয়েছিল বাংলাদেশ দলকে। কিন্তু ফিলিস্তিনের বিপক্ষে ঢাকায় লড়াই করে শেষ মুহূর্তের গোলে তিন পয়েন্ট হাতছাড়া। এ নিয়ে আফসোসের কোনও শেষ নেই সবার মধ্যে। কিংস অ্যারেনাতে রেফারির শেষ বাঁশি বাজতেই রাকিব-ফাহিমরা স্তব্ধ হয়ে মাঠেই বসেছিলেন অনেক সময় জুড়ে। কোচ হাভিয়ের কাবরেরা সান্ত্বনা জানাতে নিজেই মাঠে ঢুকে পড়েছিলেন। আজ হোটেল ছেড়ে খেলোয়াড়রা যার যার ক্লাবে যোগ দিয়েছেন। শুক্রবার থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে। তবে ২৪ ঘণ্টা না যেতেই আগের দিনের লড়াকু হারের টাটকা স্মৃতি এখনও পোড়াচ্ছে, বিশেষ করে ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমকে। 

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপে চতুর্থ ম্যাচে সবচেয়ে সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারেননি শেখ জামালের এই ফরোয়ার্ড। ম্যাচ ঘড়ির ৪৪ মিনিটে স্বাগতিকরা ম্যাচের সবচেয়ে ভালো সুযোগ নষ্ট করে। জামালের থ্রু থেকে বক্সের ভেতরে ফাহিমের শট আগুয়ান গোলকিপারের শরীরে লেগে প্রতিহত হয়েছে। ঠিক এরপরই রাকিব সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি।

ওই আক্রমণ থেকে গোল হলে হয়তো ম্যাচের চিত্র পাল্টে যেতে পারতো। তাই ফাহিম ক্লাবে ফিরে রিকোভারি সেশনের ফাঁকে আজ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করেছি লক্ষ্যভেদ করতে। জামাল ভাইয়ের পাস থেকে দুই ডিফেন্ডার সেঁটে থাকলেও আগুয়ান গোলকিপারকে দেখে শটও নেই। কিন্তু গোলকিপার পা দিয়ে তা প্রতিহত করে দেয়। আমি মনে করেছিলাম বল জাল স্পর্শ করবে। তা আর হলো কোথায়। অথচ তা গোল হলে হাসি মুখে মাঠ ছাড়ার সুযোগ ছিল।’

কুয়েতের মাঠের চেয়ে ঢাকায় বাংলাদেশ দল দারুণ খেলেছে। ম্যাচজুড়ে লড়াই করেছে। রক্ষণ ঠিকঠাক সামলে আক্রমণেও গেছে। শুধু ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে এসে এক ভুলে সর্বনাশ।

ফাহিম বলেছেন, ‘আসলে ওই সময় গোলদাতা এমন পজিশনে গিয়ে গোল করতে পারবে তা আমরা আগে ভাবতে পারিনি।  শেষ মুহূর্তে এমনটি হবে কে জানতো। এরপর আর ম্যাচে ফেরার সুযোগও কম ছিল। ভাগ্য খারাপ ছিল তাই তিন পয়েন্ট হারাতে হয়েছে। তা নাহলে পুরো ম্যাচ ভালো খেলে শুধু শেষ সময়ে এসে কেন গোল খাবো।’

১-০ গোলে ম্যাচ হারলেও সমর্থক ও কোচের প্রশংসা পাচ্ছেন ফাহিম-রাকিবরা। খেলা শেষে কোচ কাবরেরা মাঠে এসে শিষ্যদের সান্ত্বনা দিয়েছেন। ফাহিম বলেছেন, ‘কোচ বলেছেন আমাদের হতাশার কিছু নেই। যেভাবে খেলতে বলেছিল সেভাবেই আমরা খেলতে পেরেছি। প্রতিপক্ষ র‌্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে ছিল। তাদের বিপক্ষে নিজেদের মাঠে এভাবে পারফর্ম করাটাকে কোচ ইতিবাচক দৃষ্টিতে দেখেছেন।’

তবে গোলকিপার মিতুল মারমার জায়গায় অভিজ্ঞ আনিসুর রহমান জিকোকে না নামিয়ে মেহেদী হাসান শ্রাবণকে খেলানোকে ইতিবাচক দৃষ্টিতে দেখেননি অনেকেই। বিশেষ করে শ্রাবণের ফ্লাইট মিসের পর রক্ষণে কিছুটা চিড় ধরে। এরপরই গোল হজম করতে হয়েছে। এর জন্য কোচ হাভিয়ের অবশ্য শ্রাবণকেই ওই সময় উপযুক্ত মনে করেছেন বলে ম্যাচ শেষে আগেই ব্যাখ্যা দিয়েছেন। তবে স্থানীয় কোচরা ভিন্ন মত প্রকাশ করেছেন।

কারণ যাই হোক না কেন, তিন পয়েন্ট হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচ থেকে আগের এক পয়েন্টেই আছে বাংলাদেশ। পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম