X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

কভেন্ট্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর টাইব্রেকারে জিতে ফাইনালে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৪, ২৩:২৮আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০০:১৩

ঘড়ির কাঁটা এক ঘণ্টা ছোঁয়ার আগেই তিন গোলে কভেন্ট্রি সিটিকে পেছনে ফেলে নিশ্চিত জয়ের ক্ষণ গুনছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু নাটকীয় প্রত্যাবর্তনে গুনে গুনে তিন গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নেয় ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাব। রক্ষণের দোষে ডুবতে বসা ম্যানইউর জয়ের তরী ডুবতে বসেছিল অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে। কিন্তু ভিএআর রিভিউয়ে গোলটি বাতিল হলে ম্যাচ যায় টাইব্রেকারে। অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ৩-৩ স্কোরে। পেনাল্টি শুট আউটে প্রথম শট ম্যানইউ গোলে পরিণত করতে না পারলেও ৪-২ গোলে জিতে এফএ কাপের ফাইনালে উঠেছে।

প্রথমার্ধে ম্যানইউ এগিয়ে যায় ২-০ গোলে। স্কট ম্যাকটমিনে দারুণ গোলে লিড এনে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে হ্যারি ম্যাগুইরের দুর্দান্ত হেডে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। বিরতির পর ফিরে ৫৮ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের গোল।

এরপরই অবিশ্বাস্য প্রত্যাবর্তন কভেন্ট্রির। ২০০৭ সালে লিগ কাপে ইউনাইটেডকে ২-০ গোলে হারানো দলটি ব্যবধান কমায় ৭১ মিনিটে এলিস সিমসের গোলে। আট মিনিট পর ক্যালাম ও’হারের শট ম্যানইউ ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে হাজি রাইটের গোল ম্যাচ অতিরিক্ত সময়ে নেয়।

পেনাল্টি থেকে প্রথম শটে ম্যানইউকে হতাশ করেন কাসেমিরো। তার শট গোলকিপার রুখে দেন। কভেন্ট্রির রাইট ভুল করেননি। চাপে পড়ে যায় ম্যান্‌ইউ। তার পরে কভেন্ট্রির তৃতীয় ও চতুর্থ শট ব্যর্থ হলে রাসমুস হয়লুন্দের লক্ষ্যভেদে ঘাম ছুটানো জয় পায় ম্যানচেস্টার ক্লাব। কভেন্ট্রির ও’হারের শট রুখে দেন ইউনাইটেড গোলকিপার। বেন শিফ বল মারেন গোলবারের পাশ দিয়ে।

ফাইনালে হবে ম্যানচেস্টার ডার্বি। আগামী ২৫ মে শিরোপার লড়াইয়ে ম্যানইউর প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অর্থবছর শেষে খাদ্য মজুত বেড়েছে
অর্থবছর শেষে খাদ্য মজুত বেড়েছে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল