X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

ভিনিসিয়ুসের ৯৯ মিনিটের গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৫, ০৮:৫৩আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৯:৫৬

বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের লড়াইয়ে ব্রাজিল আবারও হোঁচট খেতে বসেছিল। বৃহস্পতিবার ঘরের মাঠে ড্রয়ে পথে ছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে ভিনিসিয়ুস জুনিয়রের চোখ ধাঁধানো গোলে অবিশ্বাস্য জয় পেয়েছে ব্রাজিল। ব্রাসিলিয়ায় তারা জিতেছে ২-১ গোলে।

ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। প্রথমার্ধের শেষ দিকে গোল হজম করে তারা। দ্বিতীয়ার্ধে স্কোরে কোনও পরিবর্তন আসছিল না। ১-১ গোলে ড্রয়ের বেশ কাছে ছিল ম্যাচটি। দ্বিতীয়ার্ধে দারুণ সব সেভে ভিনিসিয়ুসদের হতাশ করা কলম্বিয়ান কিপার ক্যামিলো ভারগাসও হয়তো নির্ভার ছিলেন। কিন্তু ইনজুরি টাইমের নবম মিনিটে রাফিনিয়ার ছোট পাস ধরে বক্সের বেশ বাইরে থেকে শট নেন ভিনিসিয়ুস। ভারগাস বলের গতিপথের দিকেই ঝাঁপ দেন। কিন্তু বল নাগালে ছিল না। তার বাঁ পাশ দিয়ে বাতাসে ভেসে বল জালে জড়ায়। ওই গোলই গড়ে দেয় দুই দলের পার্থক্য।

আগের দুটি ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের সঙ্গে ড্র করেছিল ব্রাজিল। কলম্বিয়ার সঙ্গে জিতে টেবিলের সেরা চারে উঠে গেলো তারা। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে উরুগুয়েকে টপকে দুইয়ে ব্রাজিল। শীর্ষ দল আর্জেন্টিনার (২৫) চেয়ে এক ম্যাচ কম খেলে চার পয়েন্ট পেছনে তারা।

চতুর্থ মিনিটে কলম্বিয়ার পেনাল্টি বক্সে ফাউলের শিকার হন ভিনিসিয়ুস। বল নিয়ে বক্সে ঢোকার পর তাকে ফেলে দেন ড্যানিয়েল মুনোজ। পেনাল্টি থেকে ষষ্ঠ মিনিটে রাফিনিয়া ডান পায়ের শটে গোল করেন। রক্ষণের ভুলে বিরতির আগে গোল হজম করে ব্রাজিল। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের বক্সের মধ্যে বলের দখল হারায় তারা। হামেস রদ্রিগেজের বাড়ানো বলে বক্সের বাঁ দিক থেকে কোনাকুনি শটে ৪১ মিনিটে সমতা ফেরান লুইজ দিয়াজ।

বিরতি থেকে ফিরে ব্র্রাজিল আক্রমণের ধার বাড়ায়। ৫৫তম মিনিটে রাফিনিয়ার শট সেভ করেন ভারগাস, তবে বল ধরে রাখতে পারেননি। ভিনিসিয়ুস ফিরতি বল নিয়ে গোল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড় বাধা হয়ে দাঁড়ান। দশ মিনিট পর কলম্বিয়া গোল করে। তবে গোল বিল্ডআপের মুহূর্তে ব্রাজিলিয়ান কিপার আলিসনকে এক খেলোয়াড় আঘাত করায় তা বাতিল হয়।

ইনজুরির কারণে ৭৮তম মিনিটে আলিসনকে তুলে নিয়ে বেন্তোকে গোলপোস্ট সামলানোর দায়িত্ব দেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ইনজুরি টাইমের আগেই জিততে পারতো সেলেসাওরা। জোয়েলিংটনের শট ক্রসবারের ওপর দিয়ে গিয়ে হতাশ করে। অবশেষে দল যখন টানা তৃতীয় ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায়, তখন ভিনিসিয়ুস উল্লাসে ভাসালেন স্বাগতিক দর্শকদের।

/এফএইচএম/
সম্পর্কিত
মানসিক স্বাস্থ্যের জন্য ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্ত সাবেক ব্রাজিল কোচের 
আবার ইনজুরিতে নেইমার 
আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর চাকরি হারালেন ব্রাজিল কোচ
সর্বশেষ খবর
পাকিস্তান নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে প্রস্তুত: প্রধানমন্ত্রী শাহবাজ
পেহেলগাম হামলাপাকিস্তান নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে প্রস্তুত: প্রধানমন্ত্রী শাহবাজ
বিতর্কের মুখে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ
বিতর্কের মুখে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ
‘নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রকৃতি-নির্ভর উন্নয়নের নেতৃত্ব দিতে হবে’
‘নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রকৃতি-নির্ভর উন্নয়নের নেতৃত্ব দিতে হবে’
শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, ন্যায় ও পরিবেশ রক্ষার দায়বদ্ধতা: পরিবেশ উপদেষ্টা 
শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, ন্যায় ও পরিবেশ রক্ষার দায়বদ্ধতা: পরিবেশ উপদেষ্টা 
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন